ত্রাণ ও পুনর্বাসন শাখা
জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখার কার্যক্রম
০১। প্রাকৃতিক দুর্যোগকালে ও অন্যান্য সময়ে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা ।
০২। দুর্যোগকালীন নিয়ন্ত্রণ কক্ষ খোলা ও পরিচালনা করা ।
০৩। বিভিন্ন দুর্যোগে ক্ষয়ক্ষতি এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে হালনাগাদ প্রতিবেদন,চার্ট বোর্ড তৈরী করণ।
০৪। গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা/কাবিটা) কর্মসূচি বাস্তবায়ন কার্যক্রম।
০৫। গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচি বাস্তবায়ন কার্যক্রম।
০৬। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় গ্রামীণ রাস্তায় ছোট ছোট সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্প কার্যক্রম।
০৭। ঝুকিহ্রাস কর্মসূচী বাস্তবায়ন কার্যক্রম।
০৮। আবাসন প্রকল্প বাস্তবায়ন কর্যক্রম ।
০৯। দুর্যোগজনিত ঝুকিহ্রাস কর্মসূচি বাস্তবায়ন কার্যক্রম ।
১০। ত্রাণ সামগ্রী বরাদ্দ ও বিতরণ কার্যক্রম ।
১১। জিআর চাল বরাদ্দ ও বিতরণ কার্যক্রম ।
১২। জিআর ক্যাশ বরাদ্দ ও বিতরণ কার্যক্রম।
১৩। গৃহবাবদ মঞ্জুরী (অর্থ) বরাদ্দ ও বিতরণ কার্যক্রম।
১৪। ভিজিএফ কর্মসূচি বাস্তবায়ন কার্যক্রম।
১৫। দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ ও অবহিত করণ কর্মশালা পরিচালনা করণ।
১৬। বিদেশী উন্নয়নমূলক কাজের প্রকল্পসমূহ বাস্তবায়ন, পরিদর্শন ও পরিবীক্ষণ র্কাক্রম ।
১৭। বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রকল্পসমূহ পরিদর্শন ও পরিবীক্ষণ কার্যক্রম।
১৮। বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি ও চূড়ান্ত প্রতিবেদন উপজেলা হতে সংগ্রহ পূর্বক নির্ধারিত তারিখে উর্ধতন কর্তৃপক্ষের বরাবর প্রেরণ কার্যক্রম।
১৯। সরকার এবং জেলা প্রশাসক কর্তৃক অর্পিত দায়িত্ব পালন।
গুরুত্বপূর্ন প্রকল্পসমূহের বিবরণ :-
০১। গ্রামীণঅবকাঠামোসংস্কার(কাবিখা/কাবিটা) সাধারন;
০২। গ্রামীণঅবকাঠামোসংস্কার(কাবিখা/কাবিটা) বিশেষ;
০৩। গ্রামীণঅবকাঠামোরক্ষণাবেক্ষণ(টিআর/টাকা) সাধারন;
০৪। গ্রামীণঅবকাঠামোরক্ষণাবেক্ষণ(টিআর/টাকা) বিশেষ;
০৫। অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি;
০৬। ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর কৃর্তক দুর্যোগজনিত ঝুকিহ্রাস;
ক্রমিক নং |
উপজেলার নাম |
বরাদ্দকৃত টাকার পরিমাণ |
উকারভোগীর সংখ্যা |
ঋণবাবদ বিতরণ |
অনুদান বাবদ বিতরণ |
অবিতরণকৃত অর্থ (সরকারী খাতে জমা) |
০১। |
করিমগঞ্জ |
২৮,৫০,০০০/- |
৫৬৩ জন |
২১৯১৭৫০/- |
৬২৩২৫০/ |
৩৫,০০০/- |
০২. |
তাড়াইল |
১৯,০০,০০০/- |
৩৭৯ জন |
১৪,২১,২৫০/- |
৪৭৩৭৫০/- |
৫০০০/- |
০৩. |
বাজিতপুর |
২২,০০,০০০/- |
৩৮০ জন |
১৪,২৫,০০০/- |
৪,৭৫,০০০/- |
৩,০০,০০০/- |
০৪. |
নিকলী |
১৩,০০,০০০/- |
২৩৫ জন |
৯,৭৫,০০০/- |
৩,২৫,০০০/- |
- |
|
সর্বমোট= |
৮২,৫০,০০০/- |
১৫৫৭ জন |
৬০,১৩,০০০/- |
১৮,৯৭,০০০/- |
৩,৪০,০০০/- |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস