পূর্বচর পাড়াতলা দাখিলমাদরাসাটি কটিয়াদীউপজেলা হইতে ১০ কিলোমিটার দক্ষিণে লোহাজুরী ইউনিয়নের আড়িয়াল খাঁ নদীর উত্তর পার্শ্বেপূর্বচর পাড়াতলা গ্রামের মনোরমপরিবেশেঅবস্থিত।
ক) ৬০৩০= ১৮০০ বর্গফুট একটি বিল্ডিং
খ)৫০২০= ১০০০ বর্গফুট একটি টিন সেড
গ) ৩০১৮= ৫৪০ বর্গফুট একটি টিন সেড
ঘ)২৫১৮= ৪৫০ বর্গফুট একটি টিন সেড
ঙ)৩৫২০= ৭০০ বর্গফুট একটি টিন সেড
বিল্ডিং সহ ৫টি ভবন আছে।
পূর্বচর পাড়াতলা দাখিলমাদরাসাটি ১৯৬০ ইং সনে এলাকার ধর্মপ্রাণ ও শিক্ষানুরাগী মানুষের সার্বিকসহযোগীতায় মৌঃ মোঃ তাজুল ইসলাম সাহেবের উদ্যোগে আড়িয়াল খাঁ নদীর উত্তর পার্শ্বেএকটি মনোরম পরিবেশেপ্রতিষ্ঠিত হয়। যাহা এলাকার অতি পুরাতন ও ধমীয় প্রতিষ্ঠান এবং ০১-০৬-১৯৬৯ইং সনে বাংলাদেশমাদরাসাশিক্ষাবোর্ডকতৃক স্বীকৃতি পা্ইয়া যথারীতি পরিচালিত হইতেছে।
নিয়মিত পরিচালনা কমিটি আছে। মেয়াদ উত্তীর্ণের তারিখ ১৪-০৪-২০১২ । পুনরায় বোর্ডের নিয়ম অনুযায়ী নতুন কমিটি গঠন করা হয়েছে এবং অনুমোদনের জন্য বোর্ডে জমা দেওয়া হয়েছে।
পরীক্ষার সন | পরীক্ষার নাম | পরীক্ষার্থীর সংখ্যা | পাশ | পাশের হার |
২০১০ | ইবতেদায়ী সমাপনী | ২৮ | ১৭ | ৬১% |
২০১১ | ইবতেদায়ী সমাপনী | ১৬ | ১৫ | ৯৪% |
২০১০ | জে ডি সি | ৪৬ | ৩৩ | ৭২% |
২০১১ | জে ডি সি | ৪৯ | ৩৮ | ৭৮% |
পরীক্ষার সন | পরীক্ষার নাম | পরীক্ষার্থীর সংখ্যা | পাশ | পাশের হার |
২০০৭ | দাখিল | ১৬ | ০৯ | ৫৬% |
২০০৮ | দাখিল | ২০ | ১৪ | ৭০% |
২০০৯ | দাখিল | ২৫ | ২২ | ৮৮% |
২০১০ | দাখিল | ২৩ | ২১ | ৯১% |
২০১১ | দাখিল | ৩১ | ২৪ | ৭৭% |
৫ম/৮ম শ্রেণী
পরিক্ষার বছর | টেলেন্টপুল/গোল্ডেন এ+ | সাধারণ/ এ+ | মোট |
২০১২ ইং | নিল | নিল | নিল |
বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি করে মান সম্মত শিক্ষা দান কারিগরী শিক্ষা, কম্পিউটার শিক্ষাসহ দেশ ও জাতিকে আত্ননির্ভরশীল হিসাবে গড়ার জন্য মাদ্রাসা পরিচালনা কমিটি ও শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সমন্বয়ে শিক্ষার মান উন্নয়ন করার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এবং মাদরাসাটিকে আলিম পর্যায়ে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
উপজেলা শিক্ষা অফিস থেকে স্কুল পর্যন্ত মটর সাইকেল,সি.এন.জি,রিক্সা চলাচলের ব্যবস্থা রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস