সংক্ষিপ্ত গ্রামঃ চৌধুরীহাটি ডাকঘরঃ আমিরগঞ্জ, কিশোরগঞ্জ সদর। প্রাক প্রাথমিক শ্রেনী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত। বিদ্যালয়টি দুই শিফটের। কাবিং কার্যক্রম আছে।
ইতিহাস ১৯৬৬ সালে এবতেদায়ী মাদ্রাসা হিসাবে মাত্র ৮০জন শিক্ষার্থী হিসাবে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু। প্রতিষ্ঠাকালে জনাব ছাইদুর রহমানসহ ৩জন শিক্ষক নিয়ে পাঠ দান শুরু হয়। কালক্রমে প্রতিষ্ঠানটির পরিসর বৃদ্ধি হতে থাকে। স্বাধীনতা প্রাপ্তির পর ১৯৭৩সালে সদর থানায় ৩৭নং চৌধুরীহাটি সঃ প্রাঃ বিদ্যালয় হিসাবে আত্নপ্রকাশ করে। এ প্রতিষ্ঠানটির গড়ে তোরার ক্ষেত্রে সর্ব জনাব জববার ভুইয়া, আপ্তর হোসেন, মোশারফ আলী ও গোলাম হোসেন প্রমুখ ব্যক্তিবর্গ। ১৯৭৩সালে শিক্ষক মন্ডলী ছিলেন, শামছুল হক ভুইয়া, নবী হোসেন, আবু নাজের ওয়াহিদ ও রহমত আলী।
বর্তমান পরিচালনা কমিটির তথ্য ১। মোঃ শামছুল হক-সভাপতি, ২। এনামুলহক-সহসভাপতি, ৩। আব্দুল গনি-সদস্য ৪। ফরিদ মিয়া- সদস্য, ৫। লাল মিয়া- সদস্য, ৬। মোছাঃ নাজমা আক্তার-সদস্য ৭। বেবী আক্তার- সদস্য, ৮।তফুরা আক্তার-সদস্য, ৯। মোঃ এমদাদুল হক-সদস্য ১০। মোছাঃ রাশিদা- সদস্য, ১১। মেহেরুন্নেছা-সদস্য, ১২। দিলীপ চন্দ্র রায়- সদস্য সচিব।
বিগত ০৫ বছরের সমাপনী ২০০৭-১০০%, ২০০৮-৬৭% ২০০৯- পাশের হার ১০০%, ২০১০- পাশের হার ৯৬%, ২০১১- পাশের হার ১০০%
শিক্ষা বৃত্তির তথ্য মোট সুবিধাভোগী- ১২৮, ১ম শ্রেনী-৪২, ২য় শ্রেনী-৪২, ৩য় শ্রেনী-২৮, ৪র্থ- শ্রেনী-৮, ৫ম শ্রেনী- ০৮/ বৃত্তিপ্রাপ্ত: ২০০৪খ্রিঃ১, ২০০৬খ্রিঃ ১, ২০০৮খ্রিঃ ১
অর্জন বিভিন্ন জাতীয় দিবসে সম্মান ও আগম্বরের সাথে উদযাপিত হয়ে আসছে। প্রতিযোগিতামুলক অনুষ্ঠানে সাফল্য অর্জন করেছে। শতভাগ ভর্তি অর্জিত হয়েছে। শিক্ষার্থী উপস্থিতি সন্তোষজনক। কার্বিং কার্যক্রম অব্যাহত আছে। অর্জন বিভিন্ন জাতীয় দিবসে সম্মান ও আগম্বরের সাথে উদযাপিত হয়ে আসছে। প্রতিযোগিতামুলক অনুষ্ঠানে সাফল্য অর্জন করেছে। শতভাগ ভর্তি অর্জিত হয়েছে। শিক্ষার্থী উপস্থিতি সন্তোষজনক। কার্বিং কার্যক্রম অব্যাহত আছে।
ভবিষ্যত পরিকল্পনা বর্তমান সরকারের শিক্ষানীতির আলোকে একটি অনুস্মরনযোগ্য বিদ্যালয় হিসাবে নিম্মোক্ত পরিচালনা গ্রহন করা হয়েছে। ছাত্র ভর্তি ১০০% উপস্থিতি ৮৫% পাশের হার ১০০% পোষাক পরিচ্ছদ ১০০% কার্বিং কার্যক্রম বিভাগীয় নির্দেশের আলোকে, ক্রীড়া ও সাংস্কৃতিক- বিদ্যালয়ের সুবিধাজনক সময়ে, জাতীয় দিবস নিয়মিত উদযাপন, কঠোরভাবে সময়সূচী অনুস্মরন, যোগ্য দেশপ্রেম মুলক নাগরিক সৃষ্টি, নিয়মিত শ্রেনী পরীক্ষ ও মডেল টেষ্ট।
চৌধুরীহাটি ডাকঘরঃ আমিরগঞ্জ, কিশোরগঞ্জ সদর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস