বিদ্যালয়টি কটিয়াদী উপজেলাধীনবর্ত্তিহাটা গ্রামেঅবস্থিত।কটিয়াদী উপজেলা হেড কোয়ার্টার হতে প্রায় ৬ কি:মি : উত্তরে মুমুরদিয়া ইউনিয়নের বর্তিহাটা গ্রামে অবস্থিত। এই প্রতিষ্ঠানে রয়েছে তিনটি ভবন ও একটি খেলার মাঠ।
কটিয়াদী উপজেলার বর্তিহাটা গ্রামের কোমলমতি শিশুদের দূর দূরান্তের বিভিন্ন গ্রামে গিয়ে প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে হয়। কোমল কচি শিশুদের সার্বিক কষ্টের কথা বিবেচনা করে এই গ্রামের শিক্ষানুরাগী ব্যক্তি জনাব শফিক আলম মেহেদী (বি.সি.এস) প্রশাসন) এলাকার জনগণের সার্বিক সহযোগিতা ও সমর্থনে তার ছোট ভাই মোঃ মাহবুবুর রহমানের নিজস্ব সম্পত্তিতে প্রথমে তার বাবার নামে সরকারী বিধি মোতাবেক ১৯৮৫ সালে ১টি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে এলাকার শিক্ষার্থিদের শিক্ষাপ্রসারের জন্য ১৯৯৩ খ্রিঃ তার মরহুম মাতার নামে হাজেরা সুলতান উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।
১।জনাব মোঃ ছিদ্দিকুর রহমান ভূঞা, সভাপতি। ২।জনাব মো: আমির উদ্দিন , শিক্ষক প্রতিনিধি । ৩।জনাব মোস্তফা ছারোয়ার , শিক্ষক প্রতিনিধি । ৪।জনাব হোসনে আরা বেগম, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি । ৫।জনাব আতিকুল্লাহ , অভিভাবক সদস্য । ৬।জনাব এ কে এম ফয়েজ উল্লাহ বাদল , অভিভাবক সদস্য । ৭।জনাব মো: ফজলুর রহমান , অভিভাবক সদস্য । ৮।জনাব হান্নান মিয়া , অভিভাবক সদস্য । ৯।জনাব নাজমুন নাহার , সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য । ১০।জনাব শফিক আলম মেহেদী, প্রতিষ্ঠাতা সদস্য । ১১।জনাব মো: মাহবুবুর রহমান দাতা সদস্য ।
১২।জনাব সৈয়দ আনোয়ার আলী , কো-অপ্ট সদস্য। ১৩।হাজেরা আক্তার, প্রধান শিক্ষক , সদস্য সচিব ।
|
পরীক্ষার সন | পরীক্ষার নাম | পরীক্ষার্থীর সংখ্যা | পাশ | পাশের হার |
২০১০ | জে এস সি | ৬৮ | ৫৮ | ৮৫.২৯ % |
২০১১ | জে এস সি | ৭৪ | ৬৫ | ৮৭.৮৩% |
২০১২ | জে এস সি | ১২৭ | ১০৯ | ৮৫.৮৩% |
জুনিয়র বৃত্তি-২০০৬ সনে ০১ জন,(ট্যালেন্টপুল)
২০০৮ সনে ০১ জন (সাধারণ বৃত্তি)।
২০১০ সনে ০১ জন (সাধারণ বৃত্তি)।২০১১ সনে ০১ জন (সাধারণ বৃত্তি)।
বিভিন্ন পর্যায়ে মেধা বৃত্তিসহ উপজেলা ও জেলা পর্যায়ে কৃতিত্ব অর্জন করে আসছে।দেশের বৃহত্তর বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে ছাত্র-ছাত্রী অধ্যয়নরত। এছাড়াও দেশে-বিদেশে সরকারী ও বেসরকারী অফিসে চাকুরীতে যথেষ্ট ভূমিকা অব্যাহত রয়েছে।২০১২ সালে এস.এস.সি পরীক্ষায় কিশোরগঞ্জ জেলায় ৮ম স্থান অধিকার করেছে। |
বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে যুগোপযুগি গৃহ নির্মাণের পরিকল্পনা রয়েছে। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সরকারের বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন, পাশের হার শতভাগ উন্নীত করা, শ্রেণি কক্ষ ডিজিটালাইজড, বিদ্যালয়টিকে কলেজে রূপান্তর এবং একটি বৃহৎখেলার মাঠ তৈরীর পরিকল্পনা রয়েছে। |
hazerasultanhighschool@yahoo.com EIIN : 110407 ; School Code : 7817
01711-476802 |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস