সংক্ষিপ্ত বিদ্যালয়টি কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের মজুমদার পাড়ায় অবস্থিত। বিদ্যালয়ে ২টি ভবন রয়েছে। ১টি পুরাতন আধাপাকা ভবন এবং একটি দ্বিতল ভবন রয়েছে।বিদ্যালয়টি সর্বমোট দৈঘ্য ৬১ এবং প্রস্থ ২৪। জমির পরিমান ৮০শতাংশ। তবে বিদ্যালয়টির সীমানা প্রাচীর নেই।
ইতিহাস ১৯৭২সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। পুনঃনির্মান করা হয় ১৯৯৩।
বর্তমান পরিচালনা কমিটির তথ্য বর্তমান পরিচালনা কমিটি নির্বাচিত হয় গত ২৫/০৪/২০১০খ্রিঃ তারিখ।
১। মিজানুর রহমান- সভাপতি, ২। মোঃ রুস্তম আলী-সহসভাপতি, ৩। মোঃ আজিজুল্ ইসলাম- সদস্য, ৪।আঃ ছাত্তার-সদস্য, ৫। তপন সরকার-সদস্য, ৬। সরস্বতী সুত্রধর-সদস্য, ৭।জহুরা খাতুন- সদস্য, ৮। নীলিমা দেবণাথ-প্রঃশিক্ষক (ভারপ্রাপ্ত) ৯। মোঃ তাহের উদ্দিন, সহঃশিক্ষক।
বর্তমান পরিচালনা কমিটির তথ্য বর্তমান পরিচালনা কমিটি নির্বাচিত হয় গত ২৫/০৪/২০১০খ্রিঃ তারিখ।
১। মিজানুর রহমান- সভাপতি, ২। মোঃ রুস্তম আলী-সহসভাপতি, ৩। মোঃ আজিজুল্ ইসলাম- সদস্য, ৪।আঃ ছাত্তার-সদস্য, ৫। তপন সরকার-সদস্য, ৬। সরস্বতী সুত্রধর-সদস্য, ৭।জহুরা খাতুন- সদস্য, ৮। নীলিমা দেবণাথ-প্রঃশিক্ষক (ভারপ্রাপ্ত) ৯। মোঃ তাহের উদ্দিন, সহঃশিক্ষক।
বিগত ০৫ বছরের সমাপনী বিগত ৫বছরে সমাপনী পরীক্ষায় পাশের হার ১০০%
নাই
নাই
ভবিষ্যত পরিকল্পনা বিদ্যালয়টি ৮ম শ্রেনী পর্যন্ত উন্নীত করার এবং বিদ্যালয়টির সীমানা প্রাচীর দেয়ার জন্য কর্তৃপক্ষের সু-দৃষ্টি আকর্ষন করছি।
মজুমদারপাড়া, পাতুয়াইর, নীলগঞ্জ, কিশোরগঞ্জ সদর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস