অফিসের ঠিকানা | খরমপট্টি, শোলাকিয়া, ডাকঘর-কিশোরগঞ্জ, উপজেলা-কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জ।। |
* কিশোরগঞ্জ শহরের খরমপট্টিতে অফিস ভবনের সামনে একটি সমবায় কমিউনিটি সেন্টার নির্মাণ করা হয়েছে, যাহা বিবাহ, জন্মদিন, সেমিনার ও অন্যান্য সভার জন্য ভাড়া দেওয়া হয়ে থাকে।
* অত্র জেলা বহুমুখী সমবায় সমিতি লিঃ এর পক্ষ থেকে প্রত্যেক বছর গরীব ও মেধাবী ছাত্র/ছাত্রীদেরকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়ে থাকে।
* কিশোরগঞ্জ শহরের হারম্নয়ায় মাল্টিপারপাস কলোনীতে বর্তমানে ০৯ টি বাসা ভাড়া দেওয়া আছে এবং ঐখানে বহুতল বিশিষ্ট আবাসন প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।
সিটিজেন চার্টার
· অত্র জেলা বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সিটিজেন চার্টার নিম্নরূপঃ
· বহুমুখী সমবায় সমিতি সংগঠন ও উহাদের উন্নয়ন এবং কার্যপরিচালনার উৎসাহ প্রদান করা।
· আইন ও বিধি মোতাবেক সদস্য সমিতি সমূহের কার্যক্রম পরিদর্শন ও তদারকি করা।
· সমিতির সদস্যভূক্ত সমিতি গুলোর অর্থনৈতিক উন্নয়নে সার্বিক সহযোগিতা ও পরামর্শ প্রদান এবং সম্ভাব্য সকল বিষয়ে সদস্য সমিতিগুলোর স্বার্থ সংরÿনের সার্বিক প্রচেষ্টা চালানো।
· সদস্য সমিতি সমূহের মধ্যে বিনিয়োগের নিমিত্তে মূলধন গঠন করা। উহাদের ব্যক্তি সদস্যের চাহিদা মাফিক দ্রব্যাদি ন্যায্যমূল্যের সরবরাহ করা।
· সদস্যদের স্বার্থে পাইকারী ও খুচরা ব্যবসা পরিচালনা করা।
কিশোরগঞ্জ শহরের খরমপট্টিতে অফিস ভবনের সামনে তিনতলা বিশিষ্ট মার্কেট কমপেস্নক্স ভাড়ায় চলিতেছে। |
গুরম্নত্বপূর্ণ প্রকল্প সমূহ | নাম ও সার-সংক্ষেপ |
মার্কেট কমপেস্নক্স প্রকল্প |
কিশোরগঞ্জ শহরের খরমপট্টিতে অফিস ভবনের সামনে তিনতলা বিশিষ্ট মার্কেট কমপেস্নক্স ভাড়ায় চলিতেছে। |
সমবায় কমিউনিটি প্রকল্প
| কিশোরগঞ্জ শহরের খরমপট্টিতে অফিস ভবনের সামনে একটি সমবায় কমিউনিটি সেন্টার নির্মাণ করা হয়েছে, যাহা বিবাহ, জন্মদিন, সেমিনার ও অন্যান্য সভার জন্য ভাড়া দেওয়া হয়ে থাকে। |
হোসেনপুর মার্কেট কমপেস্নক্স | হোসেনপুর বাজারে সমিতির নিজস্ব জায়গায় মার্কেট কমপেস্নক্স নির্মাণ করা হয়েছে, যাহাতে মোট ৩২ টি দোকান ভাড়া দেওয়া হয়েছে। |
আবাসন প্রকল্প
| কিশোরগঞ্জ শহরের হারম্নয়ায় মাল্টিপারপাস কলোনীতে বর্তমানে ০৯ টি বাসা ভাড়া দেওয়া আছে এবং ঐখানে বহুতল বিশিষ্ট আবাসন প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। |
পাট গুদাম প্রকল্প | কিশোরগঞ্জ শহরের তারাপাশায় একটি পাট গুদাম রয়েছে, যাহা ভাড়া দেওয়া আছে। |
শিÿা বৃত্তি প্রকল্প | অত্র জেলা বহুমুখী সমবায় সমিতি লিঃ এর পÿ থেকে প্রত্যেক বছর গরীব ও মেধাবী ছাত্র/ছাত্রীদেরকে শিÿা বৃত্তি প্রদান করা হয়ে থাকে। |
অফিসের ঠিকানা | খরমপট্টি, শোলাকিয়া, ডাকঘর-কিশোরগঞ্জ, উপজেলা-কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জ।। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস