Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সোনালী ব্যাংক লিমিটেড
বিস্তারিত
Corporate Profile
 
 
Name of the Company:Sonali Bank Limited
Chairman:Dr. A.H.M. Habibur Rahman
CEO and Managing Director:Pradip Kumar Dutta
Company Secretary:A.K.M Sajedur Rahman Khan
Legal Status:Public Limited Company
Genesis:Emarged as Nationalised Commercial Bank in 1972, following the Bangladesh Bank (Nationlisation) Order No. 1972(PO No.26 of 1972)
Date of Incorporation:03 June, 2007
Date of Vendor's Agreement:15 November, 2007
Registered Office:35-42, 44 Motijheel Commercial Area, Dhaka, Bangladesh
Authorised Capital:Taka 2000.00 core
 
Paid-up Capital:Taka 1125.00 core
Number of Employee:21,839
Number of Branches:1204
Phone-PABX:9550426-31, 33, 34, 9552924
FAX:88-02-9561410, 9552007
SWIFT:BSONBDDH
Website:www.sonalibank.com.bd
E-mail:itd@sonalibank.com.bd
ছবি
label.column.field_office_cism
Ancillary Services
Sonali Bank Limited offers multiple special services with its network of branches throughout the country in addition to its normal banking operations.
  
Collection:
  • Gas bills.
  • Electricity bills.
  • Telephone bills.
  • Water/Sewerage bills.
  • Municipal holding Tax.
  • Passport fees, visa fees and Travel tax.
  • Customs & Excise duties.
  • Source tax and VAT.
  • Jakat fund.
  • Hajj deposit.
  • Land development tax.
Payment:
  • Pension of employees of Government and other Corporate Bodies.
  • Bangladesh Bank employees pension.
  • Army pension.
  • British pension.
  • Students' stipend/scholarship.
  • Govt. & Non-Govt. Teachers' salary.
  • Food procurement bill on behalf of the Govt.
Social Services:
  • Old age allowances.
  • Widows, divorcees and destitute women allowances.
  • Freedom Fighters' allowances.
  • Rehabilitation allowances for acid survival women.
  • Maternal allowances for poor women.
  • Disability allowances.
Sale & Encashment/Purchase:
  • Savings Certificates.
  • ICB Unit Certificates.
  • Prize Bonds.
  • Wage Earner's Development Bonds.
  • US Dollar Premium & Investment Bond.
  • Lottery tickets of different Semi-Govt. and Autonomous Bodies.
  • Sanchaypatra.
  • Public Service Commission's application form.
  • Judicial Service Commission's application form.
  • Exchange of soiled / torn notes.
Misc. Services:
  • Bank a/c information of tax payee client according to demand of NBR.
  • Local Governance Support Project.
  • Enlist of Non Government Insurance company.
সিটিজেন চার্টার
সাধারণ তথ্য

অনলাইনে কর পরিশোধ পদ্ধতি

সোনালী ব্যাংক লিমিটেড ট্রেজারী কার্যক্রমের অংশ হিসাবে সরকারী লেনদেন সম্পন্ন করে থাকে। সরকারী লেনদেনের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো ট্রেজারী চালানের মাধ্যমে রাজস্ব আদায় করা। তাই রাজস্ব আদায় সহজ, স্বচ্ছ এবং গতিশীল করার নিমিত্তে এনবিআর-এর প্রত্যক্ষতত্ত্বাবধান এবং পরামর্শে ডিজিটাল e-Payment পদ্ধতিতে ট্রেজারী চালানে টাকা জমার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। সদ্য প্রবর্তিত এ ব্যবস্থাটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের A2iকার্যক্রমের নির্দেশনা অনুসরনকরে এবং অর্থ বিভাগ, অর্থ মন্ত্রনালয়, বাংলাদেশ ব্যাংক ও Comptroller General of Accounts (CGA)কার্যালয়ের সক্রিয় সহযোগিতায় সোনালী ব্যাংক লিমিটেড, জাতীয় রাজস্ব বোর্ড এবং ITCL (IT Consultants Limited)এর সাথে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের মাধ্যমে চালু করা হয়েছে।

 

করদাতা, আইনানুগ প্রতিনিধি, কর্তনকারীকর্তৃপক্ষ এবং যে কোন বৈধ নাগরিক/প্রতিষ্ঠান এইই-পেমেন্ট সিস্টেমের সুবিধা নিতে পারবেন। ব্যবহারকারীগণ অনলাইনে  টিউটোরিয়াল, PDFফাইল ইত্যাদির মাধ্যমে সহজেই এর ব্যবহার শিখতে পারবেন। শুরুতেই যা যা প্রয়োজন হবেঃ

 

আবশ্যিক তথ্য/সেটআপঃ

এই সিস্টেমটি ব্যবহার করে অনলাইনে করপরিশোধে নিম্নলিখিত বিষয়গুলো নিশ্চিত করতে হবেঃ

·        কম্পিউটারে একটি Browserথাকতে হবে যেমন- Mozilla Firefox, Google Chrome

·        Browserএ নিম্ন লিখিত URL ব্যবহার করতে হবেঃ-

§        www.nbrepayment.org

·        একটি কার্যকর ই-মেইল আইডি

·        TIN, AIN, BIN (যেটা প্রযোজ্য)

·        প্রিপেইড/ ডেবিট/ ক্রেডিট কার্ড/ অনলাইন ব্যাংকিং তথ্যাদি

সিস্টেম ব্যবহারকারীগণ এই পোর্টালটি থেকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, প্রিপেইড/ক্যাশ কার্ড অথবা অনলাইনব্যাংকিং এর মাধ্যমে কর বা শুল্ক প্রদান করতে পারবেন।

 

iPINand CVV2

    অনলাইনে কর/ভ্যাট বা শুল্ক পরিশোধের জন্য চার অংকের  iPINও তিন অংকের CVV2 প্রয়োজন। সোনালী ব্যাংকের এটিএম কার্ডে ব্যবহৃত আপনার পাসওয়ার্ড iPINহিসাবে কার্যকর আছে এবং কার্ড নম্বরের শেষ তিনটি সংখ্যা CVV2হিসাবে ব্যবহার করা যাবে।

 

iPINপরিবর্তন

   Q-Cashকনসোর্টিয়াম ভুক্ত ব্যাংকের এটিএম থেকে iPINপরিবর্তনকরার ব্যবস্থা আছে। নিরাপত্তার জন্য প্রথমেই iPINপরিবর্তন করে নেয়া শ্রেয়।

 

১.রেজিস্ট্রেশন/ নিবন্ধন

 NBR-Sonali Bankওয়েব পোর্টালে নিবন্ধনকৃত যে কোন নাগরিক/কোম্পানিএই ই-পেমেন্ট সিস্টেমের সুবিধা নিতে পারবেন। এর জন্যে Register এ ক্লিক করুন এবং করদাতার তথ্যলিপিবদ্ধ করুন। নিবন্ধন শেষে ই-পেমেন্ট সিস্টেম থেকে আপনার একাউন্টে পৌঁছে যাবে একটি ই-মেইল। সেই   ই-মেইলেরলিংকটিতে ক্লিক করে আপনার একাউন্টটি কার্যকর (Activate) করুন। এবার আপনার লগইনআইডিও পাসওয়ার্ড ব্যবহার করে ই-পেমেন্ট সিস্টেমে সাইন-ইন করুন। এখানে বাম দিকে চারটি লিংক দেখা যাবে -

·        Change Password

·        Update Your Profile

·        Verify Your Challan

·        Log Out

 

আগে ‘Update Your Profile’ লিংকটি তে ক্লিক করে এর অন্যান্য তথ্য পূরণ করতঃই-পেমেন্ট করার জন্য তৈরি হতে হবে।

 

২. প্রোফাইল আপডেট করা (Update Your Profile)

যখন Update Your Profileলিংকটিতে ক্লিক করবেন তখন এর চারটি অংশ দেখতে পাবেন -

·        User Info

·        Income Tax Info

·        Customs Info

·        VAT Info

 

আপনার প্রোফাইলেUser Info,Registration করার সময়ই পূরণ করেছেন। বাকী তিনটি যথা - আয়কর(Income Tax), মূসক(VAT) এবং আবগারী শুল্ক (Customs)প্রয়োজনমত পূরণ করুন (অর্থাৎ যিনিশুধুই মূসক প্রদান করবেন, তার মূসক ফর্ম পূরণ করাই যথেষ্ট)। এবার ‘Update’ বাটন ক্লিক করলে আপনার তথ্য সফলভাবে ধারণ করা হয়েছে, এ ম্যাসেজ দেখা যাবে।

 

৩. পরিশোধ পদ্ধতি

 

৩.১. অনলাইনে আয়কর প্রদানঃ

চার ধরণের ব্যবহারকারী এই ই-পেমেন্ট সিস্টেম এর মাধ্যমে কর প্রদান করতে পারবেন। এরা হচ্ছেন -                

·        ব্যক্তি

·        আইনানুগ প্রতিনিধি

·        কর্তনকরী কর্তৃপক্ষ এবং

·        অন্যান্য

ব্যক্তি হিসাবে আয়কর দিতে ‘ইলেকট্রনিক পেমেন্ট’লিংকটি ক্লিক করে, আয়কর সিলেক্ট করে অনলাইনে আয়কর পরিশোধ বিষয়ক লিংকটি সিলেক্ট করুন। কর অঞ্চল, সার্কেল, আয়করের ধরণ ইত্যাদি তথ্যাদি টাইপ করুন। সিস্টেম থেকে একটি অটোমেটিক একাউন্ট কোড দেয়া হবে।

 

আপনার কর প্রদানের সময়কাল (Assessment Year) টাইপ করুন। আপনি কত টাকার আয়কর দিতে ইচ্ছুক, সে অংকটি টাইপ করুন। অন্যান্য তথ্যদি পূরণ করে Submit বাটন এ ক্লিক করুন। এরপর আপনি চলে যাবেন সোনালী ব্যাংকের পেইজ-এ । ওই পেইজ থেকে পেছনে আসা বা ব্যাক করা সম্ভব নয়। তবে চাইলে আপনি নতুন করে শুরু করতে পারেন।

 

আপনার অর্থ প্রদানের পদ্ধতি (যথা- Dr./Cr./Prepaid Card) সিলেক্ট করুনএবং একটি প্রাথমিক/ ড্রাফট ই-চালান দেখতে Next-এ ক্লিক করুন। যদি এই ই-চালানে বর্ণিত তথ্য সঠিক হয় তবে Nextবাটনে ক্লিক করুন।

 

Q-Cashএর পেইজটিতে পৌঁছে আপনার কার্ডের/একাউন্টের তথ্য দিন (PAN,CVV2 ইত্যাদি)। নিরাপত্তাজনিত কারণে এ কাজটি একটি কি-প্যাড এ ক্লিক করে করতে হবে। কার্ড/একাউন্টঅনুযায়ী নাম টাইপ করুন ও কার্ড/একাউন্টের মেয়াদ দিন। এই পুরো কাজটি করতে হবে সাবধানতার সঙ্গে, তবে দ্রুত। কোন কাজ না করে বসে থাকলে পেইজটি expireকরবে বা বাতিল হয়ে যাবে। সব ঠিক থাকলে OK বাটনে ক্লিক করুন। এর পরবর্তী পেইজ-এ আপনার কার্ডের/একাউন্টের গোপন পাসওয়ার্ডটি প্রবেশকরান এবং Nextবাটনে ক্লিক করুন। মনে রাখবেন এ নম্বরটিও নিরাপত্তাজনিত করানে একটি অবিন্যস্ত কি-প্যাড থেকে ক্লিক করে প্রবেশ করাতে হবে।

 

এবার  আপনি চুড়ান্ত ই-চালানটি দেখতে পাবেন। ই-পেমেন্ট সিস্টেম থেকে আপনি তা প্রিন্ট , সেভ বা ই-মেইল করতে পারবেন। পরবর্তীতে লগইন করলে এর রেকর্ডও যেকোন সময়ে দেখতে পারবেন। আপনার ই-পেমেন্ট শেষ করতে Finishবাটনে ক্লিক করুন। কাজ শেষে সাইন আউট করুন।

 

৩.২. ভ্যাট প্রদানঃই-পেমেন্ট ভ্যাট অপশনে গিয়ে Pay VAT online-এ ক্লিক করুন। প্রোফাইল থেকে স্বয়ংক্রিয় ভাবে আপনার পিন, নাম এবং ব্যবসার নাম দেখাবে। আপনার  BIN এবং রাজস্ব টাইপ লিখুন। যদি আপনার পেমেন্ট টাইপ তালিকাভূক্ত না হয়, তবে Other VAT নির্বাচন করুন। যে অফিসে আপনি আপনার ভ্যাট প্রদান করতে চান তা নির্বাচন করুন।

 

আপনার ব্যক্তিগত তথ্য তথা নাম, ঠিকানা এবং ভ্যাট এর পরিমান (টাকায়) সকল তথ্য সংরক্ষনের জন্য Submit-এ ক্লিক করুন এবং সোনালী ব্যাংকের পেইজ এ যান। আপনি পরবর্তী পেইজ এ যাওয়ার পর আর পূর্ববর্তী পেইজ এ ফিরতে পারবেন না। তবে আবার নতুন করে শুরু করতে পারবেন।

 

৩.৩. কাস্টমস ডিউটি পরিশোধঃ

ই-পেমেন্ট লিংক এর Customs Duty অপশন এ গিয়ে Pay Customs Duty online-এ ক্লিককরুন। একাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে আপনার এজেন্ট আইটি নম্বার (AIN) এবং এজেন্সি নাম দেখানো হবে।

 

আপনি যেখানে বিল জমা দিতে চান (ঢাকা, বেনাপোল, মংলা ইত্যাদি) এন্ট্রি নাম্বার, বিল এবং রেজিস্ট্রেশন এর তারিখ নিবন্ধন করুন। Search-এ ক্লিক করে Taxএবং CustomsDutyপ্রদান সংক্রান্ত সকল তথ্য জানুন।

 

৩.৪.অন্যান্য কর

ই-পেমেন্ট এর মাধ্যমে অন্যান্য করও (যথা- ভ্রমন কর, দান কর ইত্যাদি) দেয়া যায়। আপনার চালান যথাযথভাবে জমা হয়েছে কি না তা আপনি প্রয়োজন মত চেক করে দেখতে পারেন। এই সাইট সম্পর্কে       বিস্তারিত জানতে “How to use” ভিজিট করুন।

যোগাযোগ

সোনালী ব্যাংক লিমিটেড,কিশোরগঞ্জ প্রধান কার্যালয়, ষ্টেশন রোড, রথখলা,কিশোরগঞ্জ।

ফোন: