কিশোরগঞ্জ শহর উনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে প্রতিষ্ঠিত একটি শহর। ১৮৬৯ খ্রীঃ ১লা এপ্রিল কিশোরগঞ্জ মিউনিসিপালিটি প্রতিষ্ঠিত হয় এবং মহকুমা প্রশাসক মহোদয়ের অফিস সংলগ্ন বর্তমান পুরাতন স্টেডিয়ামের পূর্ব দক্ষিন কোনে একটি বিশাল বটবৃক্ষের নীচে ছোট্ট একটি টিনের ঘরে কিশোরগঞ্জ মিউনিসিপালিটির কার্যক্রম পরিচালিত হতে থাকে।১৯২৩ খ্রীঃ উক্ত টিনের ঘর থেকে পৌরসভা অফিসটি নরসুন্দা নদীর দক্ষিন তীরে কুটিগির্দ্দি নামক স্থানে স্থানান্তরিত হয়। তৎকালীন কিশোরগঞ্জের কালীবাড়ী মোড়ের প্রতিষ্ঠিত ব্যাবসায়ী রনঞ্জিত ঘোষের, পিতামহ কালাচাঁদ ঘোষের অর্থানুকূল্যে ইউ প্যাটার্নের একটি দালান ঘর প্রতিষ্ঠার পর সেখানে দীর্ঘদিন পর্যন্ত মিউনিসিপালিটি অফিসের কার্যক্রম পরিচালিত হতে থাকে।স্বাধীনতা লাভের পর কিশোরগঞ্জ মিউনিসাপালিটি নামকরণ থেকে কিশোরগঞ্জ পৌরসভা নামে রূপান্তরিত হয়। ঐ সময় পৌরসভার কার্যক্রমের প্রসার ঘটলে মূল ভবনের সামনে পরিবর্ধন করে কার্যালয়ের পরিধি বাড়ানো হয়।কিশোরগঞ্জের প্রাচীন নদী নরসুন্দার দুই তীরে শহরটি গড়ে উঠে ক্রমাগত ভাবে। বর্তমানে কিশোরগঞ্জ পৌরসভা একটি "ক" শ্রেণীর পৌরসভা যা নয়টি ওয়ার্ডে বিভক্ত ও আয়তন ১০.৩৭ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ১০৩৭৯৮(২০১১)। এই শহরের পরিধি ক্রমাগত বিস্তৃত হচ্ছে।
কিশোরগঞ্জ পৌরসভা কর্তৃক প্রদেয় কিছু সেবার নাম ও পাওয়ার মাধ্যম
ক্রমিক নং | সেবার নাম | কিভাবে পাওয়া যাবে | যোগাযোগের কক্ষ নং |
১ | নাগরিকত্ব/ জাতীয়তা সনদ, চরিত্রগত সনদ বিবিধ সনদ | সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের সুপারিশসহ নির্ধারিত ফরমে আবেদনের মাধ্যমে | সচিব কক্ষ নং: ৩০১
|
২ |
জন্ম নিবন্ধন ও সনদ | - অনলাইনে আবেদন ও আবেদনের হার্ডকপির সাথে বয়স প্রমানের জন্য এসএসসির সনদ বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ পৌরসভায় যোগাযোগের মাধ্যমে | স্যানিটারী ইন্সপেক্টর কক্ষ নং: ১০২
|
৩ | মৃত্যু নিবন্ধন ও সনদ | মৃত্যুর প্রমানপত্র ও সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের সুপারিশসহ সাদা কাগজে আবেদনের ভিত্তিতে সরেজমিন তদন্তের মাধ্যমে | স্যানিটারী ইন্সপেক্টর কক্ষ নং: ১০২ |
৪ |
ওয়ারিশান সনদ | সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের সুপারিশ ও নোটারী পাবলিক কর্তৃক এফিডেভিটসহ সহ সাদা কাগজে আবেদনের মাধ্যমে | সচিব কক্ষ নং: ৩০১ |
৫ |
ইমারতের নকশা অনুমোদন | ক.) প্রস্তাবিত স্থানের দলিলের, হাল সাল নাগাদ খাজনা ট্যাক্স পরিশোধের রশিদের, মিউটেশন ফরম/ খতিয়ান/ খারিজ/পর্চা এর সত্যায়িত কপি।খ.) সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ও প্রতিবেশীর প্রত্যয়ন পত্র। গ.)সয়েল টেস্ট রিপোর্ট। ঘ.)সাত বা ততোধিক তলাবিশিষ্ট ইমারতের ক্ষেত্রে ফায়ার সার্ভিসের প্রত্যয়নপত্র। ঙ.) প্রযোজ্য ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। চ.) প্রত্যেক ফর্দে আবেদনকারীর অমুদ্রিত স্বাক্ষরসহ নকশা প্রণয়নকারীর নাম, ঠিকানা ও স্বাক্ষরসহ পাঁচ বা ততোধিক তলা বিশিষ্ট ইমারতের ক্ষেত্রে যোগ্যতাসম্পন্ন আর্কিটেক্ট বা স্থপতির স্বাক্ষরসহ ৪ ফর্দ নকশা | শহর পরিকল্পনাবিদ কক্ষ নং: ২১১
|
৬ | পানির লাইন সংযোগ | ২ কপি ছবি ও হালসন পর্যন্ত পৌরকর পরিশোধের রশিদসহ নির্ধারিত ফরমে আবেদনের মাধ্যমে | তত্ত্বাবধায়ক, পানি সরবরাহ শাখা কক্ষ নং: ২১০ ও ১০৩ |
৭ | চিকিৎসা সেবা প্রদান (বহিঃর্বিভাগ) |
নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে | মেডিকেল অফিসার কক্ষ নং: ১০৯ |
৮ | ট্রেড লাইসেন্স প্রদান ও নবায়ন | নতুনঃজায়গার বৈধতা/মালিকানার কাগজপত্র, এক কপি ছবি ও পৌর কর পরিশোধের রশিদসহ নির্দিষ্ট ফরমে আবেদনের মাধ্যমে। নবায়নঃ পৌরকর পরিশোধের রশিদ/ প্রত্যয়নসহপূর্বের ট্রেড লাইসেন্সের ফটোকপি জমার মাধ্যমে। | লাইসেন্স ইন্সপেক্টর কক্ষ নং: ১১৪
|
৯ | নতুন হোল্ডিং নম্বর প্রদান | ইমারতের অনুমোদিত পস্ন্যানসহ জায়গার মালিকানার রেজিষ্টার্ড দলিল, পর্চা, ডিসিআর অথবা বরাদ্দ প্রদানের রশিদসহ সাদা কাগজে আবেদন করতে হবে। | এসেসর কক্ষ নং: ১১২
|
১০ | অযান্ত্রিক যানবাহনের লাইসেন্স প্রদান ও নবায়ন (রিক্সা/ ঠেলাগাড়ী/ভ্যান/ অটোরিক্সা) | নতুনঃ মালিকানার কাগজপত্র সহ নির্ধারিত ফি জমাদান সাপেক্ষে | লাইসেন্স ইন্সপেক্টর কক্ষ নং: ১১৪
|
১১ | রিক্সার চালক লাইসেন্স | এক কপি ছবিসহ আবেদন করতে হবে | লাইসেন্স ইন্সপেক্টর কক্ষ নং: ১১৪ |
১২ | সাধারন তথ্য | মেয়র বরাবর আবেদন/ টেলিফোন | উচ্চমান সহকারী কক্ষ নং: ২০৪ |
১৩ | সড়ক খনন অনুমতিপত্র (পানি/গ্যাস টেলিফোন/বিদ্যুৎ সংযোগকল্পে) | নির্ধারিত ফরমে আবেদন, পৌরকর হালনাগাদ পরিশোধ, এবং প্রয়োজনীয় ক্ষতিপূরণ ফি পৌর তহবিলে জমা সাপেক্ষে। | উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) কক্ষ নং: ১০১ |
১৪ | সড়ক ও ফুটপাত এর গর্ত | সাধারন আবেদন/অভিযোগ তথ্য প্রদানের মাধ্যমে | উপ-সহকারী প্রকৌশলী (পূর্ত) কক্ষ নং: ২০৮ |
১৫ | অনাপত্তি সনদপত্র | সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের সুপারিশসহ সাদা কাগজে আবেদনের প্রেক্ষিতে সরেজমিন পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতে | শহর পরিকল্পনাবিদ কক্ষ নং: ২১১ |
১৬ | ভূমি জরিপ ও সীমানা নির্ধারণ | মালিকানা সংক্রান্ত কাগজপত্রাদিসহ সাদা কাগজে আবেদনের প্রেক্ষিতে | সার্ভেয়ার কক্ষ নং: ২০৫ |
১৭ | রাস্তার বাতি / পোষ্ট কোথাও নষ্ট বা ক্ষতিগ্রস্থ হলে | সাদা কাগজে আবেদন অথবা সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ খাতায় অভিযোগ লিপিবদ্ধকরণ অথবা টেলিফোনে অভিযোগ প্রদানের মাধ্যমে | উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) কক্ষ নং: ২০৭ |
১৮ | হস্তচালিত নলকুপ প্রদান ও মেরামত | সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের সুপারিশসহ মেয়র বরাবর আবেদনের প্রেক্ষিতে সরেজমিন তদন্ত সাপেক্ষে | তত্ত্বাবধায়ক, পানি সরবরাহ শাখা কক্ষ নং: ২১০ |
১৯ | এ.আর.ভি (কুকুরে কামড়ের ইনজেকশন সরকার কর্তৃক সরবরাহকৃত) | সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়নসহ আবেদনের মাধ্যমে মেডিকেল অফিসারের অনুমোদন সাপেক্ষে
| মেডিকেল অফিসার কক্ষ নং: ১০৯ |
২০ | খাদ্য লাইসেন্স, হোটেল রেস্টুরেন্ট, বেকারী ইত্যাদির লাইসেন্স | নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আদর্শ কর তফসিল-২০০৩ অনুযায়ী নির্ধারিত ফি পৌর তহবিলে জমা সাপেক্ষে। | স্যানিটারী ইন্সপেক্টর কক্ষ নং: ১০২ |
২১ | বেওয়ারিশ লাশ দাফন/দাহ | কবরস্থান/শ্মশান ঘাটে লাশ দাফন/ দাহের জন্য লিখিত আবেদন সাপেক্ষে। | কঞ্জারভেন্সী ইন্সপেক্টর কক্ষ নং: ১১৭ |
২২ | মৃত কুকুর/ বিড়াল/ ইঁদুর সাপ ইত্যাদি অপসারণ | সাধারণ আবেদন/টেলিফোন এর মাধ্যমে | কঞ্জারভেন্সী ইন্সপেক্টর কক্ষ নং: ১১৭ |
২৩ |
কসাইখানা | পরিবেশকে দূষণমুক্ত রাখা এবং খাবার উপযোগী গবাদি পশু জবাই করা হয়েছে কি-না তা নিশ্চিত করার জন্য একটি পৌর কসাইখানা রয়েছে। মাংস বিক্রয়ের উদ্দেশ্যে কেউ পশু জবাই করতে চাইলে নির্দিষ্ট ফি পরিশোধ সাপেক্ষে তা পারবে। | মেডিকেল অফিসার স্যানিটারী ইন্সপেক্টর কঞ্জারভেন্সী ইন্সপেক্টর |
কিশোরগঞ্জ পৌরসভা কার্যালয়
নাগরিক সনদ (শাখাভিত্তিক)
লক্ষ্য: সেবার মান উন্নয়নের ধারা অব্যাহত রেখে উন্নত ও পরিকল্পিত নগর গড়ে তোলা।
উদ্দেশ্যঃ সর্বস্তরের নাগরিক সম্পৃক্ততার মাধ্যমে, সেবা প্রদানের সামর্থ্য বৃদ্ধি করে কাঙ্খিত সেবা প্রদান নিশ্চিতকরণ এবং জনগনের আস্থা অর্জন।
পৌরসভা একটি সেবামুখী স্থানীয় সরকার প্রতিষ্ঠান। নির্বাচিত প্রতিনিধি সমন্বয়ে গঠিত কিশোরগঞ্জ পৌরসভা মান সম্পন্ন সেবা প্রদানে সর্বদাই জনগণের নিকট দায়বদ্ধ। পৌরসভার স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ও নাগরিক সেবা গ্রহণ প্রক্রিয়া সহজতর করার ক্ষেত্রে ‘‘নাগরিক সনদ’’ এর ভূমিকা অতীব গুরম্নত্বপূর্ণ। সেবার মান উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। সেবা গ্রহণকারী স্থানীয় জনগণের অংশগ্রহণের মাধ্যমে ২য় প্রজন্মের নাগরিক সনদ প্রণয়ন এই ধারাবাহিক প্রক্রিয়ারই একটি অংশ। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন সিভিল সার্ভিস চেঞ্জ ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় প্রণীত এই নাগরিক সনদ বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধতা বৃদ্ধি ও উন্নত সেবা প্রদানে কিশোরগঞ্জ পৌরসভা সর্বদা সচেষ্ট।
সেবা গ্রহণকারী পৌর নাগরিক সমাজ এবং পৌরসভায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত উদ্যোগে প্রণীত এই নাগরিক সনদ কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে উন্নততর সেবা প্রদান করা নিশ্চিত হবে বলে আমরা গভীরভাবে আশাবাদী।
নাগরিক সনদ প্রণয়ন কমিটি
ক্রমিক | নাম | ঠিকানা | পদবী |
১ | জনাব মোঃ নূরুজ্জামান | প্রধান নির্বাহী কর্মকর্তা, কিশোরগঞ্জ পৌরসভা | আহবায়ক |
২ | জনাব বিনীতা রায় | কাউন্সিলর, ৫, ৬, ৮নং ওয়ার্ড, কিশোরগঞ্জ পৌরসভা | সদস্য |
৩ | জনাব হেনা আফরোজ | কাউন্সিলর, ১, ২, ৩নং ওয়ার্ড, কিশোরগঞ্জ পৌরসভা | সদস্য |
৪ | জনাব ওয়াহিদুজ্জামান জুয়েল | কাউন্সিলর, ৬নং ওয়ার্ড, কিশোরগঞ্জ পৌরসভা | সদস্য |
৫ | জনাব মোঃ আরিফুল ইসলাম আরজু | কাউন্সিলর, ৭নং ওয়ার্ড, কিশোরগঞ্জ পৌরসভা | সদস্য |
৬ | জনাব মোহাম্মদ নূরুল আলম | নির্বাহী প্রকৌশলী, কিশোরগঞ্জ পৌরসভা | সদস্য |
৭ | জনাব ডা. এইচ.কে. দেবনাথ | মেডিকেল অফিসার, কিশোরগঞ্জ পৌরসভা | সদস্য |
৮ | জনাব জান্নাতুল ফেরদৌস আরা | শহর পরিকল্পনাবিদ, কিশোরগঞ্জ পৌরসভা। | সদস্য |
৯ | জনাব মোঃ বদর উদ্দিন | বস্তি উন্নয়ন কর্মকর্তা, কিশোরগঞ্জ পৌরসভা | সদস্য |
১০ | জনাব মোঃ রফিকুল ইসলাম | সহকারী প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক, পানি সরবরাহ শাখা, কিশোরগঞ্জ পৌরসভা। | সদস্য |
১১ | জনাব মদিনা আক্তার | স্যানিটারী ইন্সপেক্টর, কিশোরগঞ্জ পৌরসভা। | সদস্য |
১২ | জনাব এ.বি. ছিদ্দিক দুলাল | কঞ্জারভেন্সী ইন্সপেক্টর, কিশোরগঞ্জ পৌরসভা। | সদস্য |
১৩ | জনাব মাজহারম্নল ইসলাম কানু | খরমপট্টি, কিশোরগঞ্জ | সদস্য |
১৪ | জনাব নূরুল আলম | বীর মুক্তিযোদ্ধা, নিউটাউন, কিশোরগঞ্জ | সদস্য |
১৫ | জনাব শামছুল হুদা হেনা | স্টেশন রোড, নিউটাউন, কিশোরগঞ্জ | সদস্য |
১৬ | জনাব আলহাজ্ব ইছাম উদ্দিন | পুরান থানা, কিশোরগঞ্জ | সদস্য |
১৭ | জনাব সুলতানা রাজিয়া | পুরাতন কোর্ট রোড, আলোরমেলা, কিশোরগঞ্জ | সদস্য |
১৮ | জনাব অধ্যাপিকা সাজিদা ইয়াসমিন | গাইটাল, কিশোরগঞ্জ। | সদস্য |
১৯ | জনাব মীর আঃ করিম | ব্যবসায়ী, স্টেডিয়াম মার্কেট, কিশোরগঞ্জ। | সদস্য |
২০ | জনাব মেহেরুন্নেসা | নিউ টাউন, কিশোরগঞ্জ। | সদস্য |
২১ | জনাব মোঃ মোশাররফ হোসেন | সচিব, কিশোরগঞ্জ পৌরসভা | সদস্য-সচিব |
গুরম্নত্বপূর্ণ সেবাসমূহ
ক্রমিক নং | প্রদেয় সেবার বিবরণ | প্রয়োজনীয় কাগজপত্রাদি (সেবা প্রদানের প্রক্রিয়া ) | সেবার নির্ধারিত মূল্য | সেবা প্রদানের নির্ধারিত সময় | দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারী |
১ | নাগরিকত্ব/ জাতীয়তা সনদ, চরিত্রগত সনদ বিবিধ সনদ | সংশ্লিষ্ট কাউন্সিলরের সুপারিশসহ নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে | আবেদন ফরমের মূল্য-২০/- বাংলা জাতীয়তা সনদ ফি-২০/- ইংরেজী জাতীয়তা সনদ ফি-১৫০/- বাংলা বিবিধ সনদ ফি-৫০/- ইংরেজী বিবিধ সনদ ফি-১০০/- | ১ দিন (ওয়ান স্টপ সার্ভিস)
| সচিব কক্ষ নংঃ ৩০১ মোবাঃ০১৫৫৮৩০৪৯৮৪ |
২ | জন্ম নিবন্ধন ও সনদ | - অনলাইনে আবেদন করতে হবে - আবেদনের হার্ডকপির সাথে বয়স প্রমানের জন্য এসএসসির সনদ বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ পৌরসভায় যোগাযোগ করতে হবে। |
বয়স ১৮ এর নীচে বিনামূল্যে বয়স ১৮ এর উর্ধ্বে ৫০/- ২য় বার প্রতি কপি- ২৫/- সংশোধন প্রতি কপি- ৩৫/- | ৩ দিন | স্যানিটারী ইন্সপেক্টর কক্ষ নংঃ ১০২ মোবাঃ০১৭১৮১৬২০৪৫
|
৩ | মৃত্যু নিবন্ধন ও সনদ | মৃত্যুর প্রমানপত্র ও সংশ্লিষ্ট কাউন্সিলরের সুপারিশসহ সাদা কাগজে, আবেদনের ভিত্তিতে সরেজমিন তদন্তের মাধ্যমে | নতুন- বিনামূল্যে ২য় বার প্রতি কপি- ২৫/- সংশোধন প্রতি কপি- ৩৫/- | ৭ দিন | স্যানিটারী ইন্সপেক্টর কক্ষ নংঃ ১০২ মোবাঃ০১৭১৮১৬২০৪৫ |
৪ | ওয়ারিশান সনদ | সংশ্লিষ্ট কাউন্সিলরের সুপারিশ ও নোটারী পাবলিক কর্তৃক এফিডেভিটসহ সহ সাদা কাগজে আবেদনের মাধ্যমে |
ওয়ারিশান সনদ ফি-১০০/- | ৭ দিন | সচিব কক্ষ নংঃ ৩০১ মোবাঃ০১৫৫৮৩০৪৯৮৪ |
৫ | ইমারতের নক্শা অনুমোদন | ক.) প্রস্তাবিত স্থানের দলিলের, হাল সাল নাগাদ খাজনা ট্যাক্স পরিশোধের রশিদের, মিউটেশন ফরম/ খতিয়ান/ খারিজ/পর্চা এর সত্যায়িত কপি। খ.) সংশ্লিষ্ট কাউন্সিলর ও প্রতিবেশীর প্রত্যয়ন পত্র। গ.)সয়েল টেস্ট রিপোর্ট। ঘ.)সাত বা ততোধিক তলাবিশিষ্ট ইমারতের ক্ষেত্রে ফায়ার সার্ভিসের প্রত্যয়নপত্র। ঙ.) প্রযোজ্য ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। চ.) প্রত্যেক ফর্দে আবেদনকারীর অমুদ্রিত স্বাক্ষরসহ নকশা প্রণয়নকারীর নাম, ঠিকানা ও স্বাক্ষরসহ পাঁচ বা ততোধিক তলা বিশিষ্ট ইমারতের ক্ষেত্রে যোগ্যতাসম্পন্ন আর্কিটেক্ট বা স্থপতির স্বাক্ষরসহ ৭ ফর্দ নকশা |
আবেদন ফরম মূল্য-১০০০/- এবং ফি ইমারতের ধরন ও আকার অনুযায়ী
| ৬০ দিন | শহর পরিকল্পনাবিদ কক্ষ নংঃ ২১১ মোবাঃ০১৮১৮৬০৫২২৮ |
৬ | পানির লাইন সংযোগ | ২ কপি ছবি ও হালসন পর্যন্ত পৌরকর পরিশোধের রশিদসহ নির্ধারিত ফরমে আবেদনের মাধ্যমে | ডায়া ও ব্যবহারের প্রকৃতি (আবাসিক/ বানিজ্যিক) অনুযায়ী | ১০ দিন | তত্ত্বাবধায়ক, পানি সরবরাহ শাখা কক্ষ নংঃ ২১০ ও ১০৩ মোবাঃ০১৭১১৭৮৪৩১০ |
৭ | চিকিৎসা সেবা প্রদান (বহিঃর্বিভাগ) |
নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে |
টিকেট মূল্য-১০/- | প্রতিদিন (ছুটি ব্যতীত) ১০টা-১টা | মেডিকেল অফিসার কক্ষ নংঃ ১০৯ মোবাঃ০১৭১১১৮৬২০৭ |
৮ | ট্রেড লাইসেন্স প্রদান ও নবায়ন | নতুনঃ জায়গার বৈধতা/মালিকানার কাগজপত্র, এক কপি ছবি ও পৌর কর পরিশোধের রশিদসহ নির্দিষ্ট ফরমে আবেদনের মাধ্যমে। নবায়নঃ পৌরকর পরিশোধের রশিদ/ প্রত্যয়নসহপূর্বের ট্রেড লাইসেন্সের ফটোকপি জমার মাধ্যমে। |
ব্যবসার ধরণ, আকার, আকৃতি অনুসারে আদর্শ কর তফশিল-২০০৩ অনুযায়ী | নতুন- ৫ দিন
নবায়ন- ৩ দিন | লাইসেন্স ইন্সপেক্টর কক্ষ নংঃ ১১৪ মোবাঃ০১১৯১১৭৫৭২৪
|
প্রশাসন বিভাগের সেবাসমূহ
ক্রমিক নং | প্রদেয় সেবার বিবরণ | প্রয়োজনীয় কাগজপত্রাদি (সেবা প্রদানের প্রক্রিয়া ) | সেবার নির্ধারিত মূল্য | সেবা প্রদানের নির্ধারিত সময় | দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারী |
৯ | নতুন হোল্ডিং নম্বর প্রদান | ইমারতের অনুমোদিত নকশাসহ জায়গার মালিকানার রেজিষ্টার্ড দলিল, পর্চা, ডিসিআর অথবা বরাদ্দ প্রদানের রশিদসহ সাদা কাগজে আবেদন করতে হবে। |
বিনামূল্যে | ১৫ দিন | এসেসর কক্ষ নংঃ ১১২ মোবাঃ০১৭৬৮৯৯০০৮৪ |
১০ | অযান্ত্রিক যানবাহনের লাইসেন্স প্রদান ও নবায়ন (রিক্সা/ ঠেলাগাড়ী/ভ্যান/ অটোরিক্সা) | নতুনঃ মালিকানার কাগজপত্র সহ নির্ধারিত ফি জমাদান সাপেক্ষে | রিক্সা- ৭০/- ঠেলাগাড়ী- ৭০/- ভ্যানগাড়ী- ৭০/- অটোরিক্সা- ৫১০/- (আবেদন ফরম-১০/-) | রিক্সা/ঠেলাগাড়ী/ ভ্যান-১দিন
অটোরিক্সা-২দিন | লাইসেন্স ইন্সপেক্টর কক্ষ নংঃ ১১৪ মোবাঃ০১১৯১১৭৫৭২৪
|
১১ | রিক্সার চালক লাইসেন্স | এক কপি ছবিসহ আবেদন করতে হবে | ১ দিন | ২৫/- | লাইসেন্স ইন্সপেক্টর কক্ষ নংঃ ১১৪ মোবাঃ০১১৯১১৭৫৭২৪ |
১২ | সাধারন তথ্য | মেয়র বরাবর আবেদন/ টেলিফোন | বিনামূল্যে | তথ্যের ধরন অনুযায়ী | উচ্চমান সহকারী কক্ষ নং ২০৪ মোবাঃ ০১৭১২৭৭৭৫০২ |
প্রকৌশল বিভাগ এর সেবাসমূহ
ক্রমিক নং | প্রদেয় সেবার বিবরণ | প্রয়োজনীয় কাগজপত্রাদি ( সেবা প্রদানের প্রক্রিয়া ) | সেবার নির্ধারিত মূল্য | সেবা প্রদানের নির্ধারিত সময় | দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারী |
১৩ | সড়ক খনন অনুমতিপত্র (পানি/গ্যাস টেলিফোন/বিদ্যুৎ সংযোগকল্পে) | নির্ধারিত ফরমে আবেদন, পৌরকর হালনাগাদ পরিশোধ, এবং প্রয়োজনীয় ক্ষতিপূরণ ফি পৌর তহবিলে জমা সাপেক্ষে। | সড়কের আকার, আকৃতি, গভীরতা, দূরত্ব, ইত্যাদি অনুযায়ী ফি | ৭দিন | উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) কক্ষ নংঃ ১০১ মোবাঃ০১৭১৩৯০৫৩৯০ |
১৪ | সড়ক ও ফুটপাত এর গর্ত | সাধারন আবেদন/অভিযোগ তথ্য প্রদান |
| ৩দিন | উপ-সহকারী প্রকৌশলী (পূর্ত) কক্ষ নংঃ ২০৮ মোবাঃ০১৭১২৯৭৮৫৮৩ ও ০১৭১৭২৭৮১৬৫ |
১৫ | অনাপত্তি সনদপত্র | সংশ্লিষ্ট কাউন্সিলরের সুপারিশসহ সাদা কাগজে আবেদনের প্রেক্ষিতে সরেজমিন পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতে |
ফি-১০০০/- | ১০দিন | শহর পরিকল্পনাবিদ কক্ষ নংঃ ২১১ মোবাঃ০১৮১৮৬০৫২২৮ |
১৬ | ভূমি জরিপ ও সীমানা নির্ধারণ | মালিকানা সংক্রান্ত কাগজপত্রাদিসহ সাদা কাগজে আবেদনের প্রেক্ষিতে | ফি- ৫০০/- | ১২ দিন | সার্ভেয়ার কক্ষ নংঃ ২০৫ মোবাঃ০১৮১৮৯৯৫৭৯৫ |
১৭ | রাস্তার বাতি / পোষ্ট কোথাও নষ্ট বা ক্ষতিগ্রস্থ হলে | সাদা কাগজে আবেদন অথবা সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ খাতায় অভিযোগ লিপিবদ্ধকরণ অথবা টেলিফোনে অভিযোগ প্রদান। |
বিনামূল্যে | ষ্টক থাকা সাপেক্ষে ১ থেকে ৩ দিন | উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) কক্ষ নংঃ ২০৭ মোবাঃ০১৭১২০৭১৪৪৮ |
১৮ | হস্তচালিত নলকুপ প্রদান ও মেরামত | সংশ্লিষ্ট কাউন্সিলরের সুপারিশসহ মেয়র বরাবর আবেদন করতে হবে। সরেজমিন তদন্ত সাপেক্ষে |
বিনামূল্যে | ১৫ দিন | তত্ত্বাবধায়ক, পানি সরবরাহ শাখা কক্ষ নংঃ ২১০ মোবাঃ০১৭১১৭৮৪৩১০ |
স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ও পরিচ্ছন্নতা বিভাগের সেবাসমুহ
ক্রমিক নং | প্রদেয় সেবার বিবরণ | প্রয়োজনীয় কাগজপত্রাদি | সেবার নির্ধারিত মূল্য | সেবা প্রদানের নির্ধারিত সময় | দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারী |
১৯ | এ.আর.ভি (কুকুরে কামড়ের ইনজেকশন সরকার কর্তৃক সরবরাহকৃত) | সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়নসহ আবেদন করতে হবে। মেডিকেল অফিসারের অনুমোদন সাপেক্ষে।
| টিকেট মূল্য-১০/- | সরবরাহ থাকা সাপেক্ষে তাৎক্ষণিক | মেডিকেল অফিসার কক্ষ নংঃ ১০৯ মোবাঃ০১৭১১১৮৬২০৭ |
২০ | খাদ্য লাইসেন্স, হোটেল রেস্টুরেন্ট, বেকারী ইত্যাদির লাইসেন্স | নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আদর্শ কর তফসিল-২০০৩ অনুযায়ী নির্ধারিত ফি পৌর তহবিলে জমা সাপেক্ষে। | আবেদন ফরম মূল্য-৫/- ফি- ৩০০/- | ৭ দিন | স্যানিটারী ইন্সপেক্টর কক্ষ নংঃ ১০২ মোবাঃ০১৭১৮১৬২০৪৫ |
২১ | বেওয়ারিশ লাশ দাফন/দাহ | কবরস্থান/শ্মশান ঘাটে লাশ দাফন/ দাহের জন্য লিখিত আবেদন সাপেক্ষে। |
বিনামূল্যে | তাৎক্ষণিক | কঞ্জারভেন্সী ইন্সপেক্টর কক্ষ নংঃ ১১৭ মোবাঃ০১৯৪৬২৪৯৬৫৮ |
২২ | মৃত কুকুর/ বিড়াল/ ইঁদুর সাপ ইত্যাদি অপসারণ | সাধারণ আবেদন/টেলিফোন |
বিনামূল্যে | তাৎক্ষণিক | কঞ্জারভেন্সী ইন্সপেক্টর কক্ষ নংঃ ১১৭ মোবাঃ০১৯৪৬২৪৯৬৫৮ |
২৩ | কসাইখানা | পরিবেশকে দূষণমুক্ত রাখা এবং খাবার উপযোগী গবাদি পশু জবাই করা হয়েছে কি-না তা নিশ্চিত করার জন্য একটি পৌর কসাইখানা রয়েছে। মাংস বিক্রয়ের উদ্দেশ্যে কেউ পশু জবাই করতে চাইলে নির্দিষ্ট ফি পরিশোধ সাপেক্ষে তা পারবে। |
গরম্ন জবাই ফি- ১৫/- মহিষ জবাই ফি-২০/- ছাগল / ভেড়া জবাই ফি- ৫/- |
| মেডিকেল অফিসার মোবাঃ০১৭১১১৮৬২০৭ স্যানিটারী ইন্সপেক্টর মোবাঃ০১৭১৮১৬২০৪৫ কঞ্জারভেন্সী ইন্সপেক্টর মোবাঃ০১৯৪৬২৪৯৬৫৮ |
অভিযোগ ও পরামর্শ
মাননীয় মেয়রঃ আলহাজ্ব মাজহারুল ইসলাম ভূঞা ফোনঃ ০৯৪১-৬১৬৭৩৬ মোবাইলঃ ০১৭২৭ ১৫২ ০৫২ | প্রধান নির্বাহী কর্মকর্তাঃ মোঃ নূরুজ্জামান কিশোরগঞ্জ পৌরসভা। ফোনঃ ০৯৪১-৬২৪৬৬, মোবাইলঃ ০১৭১১৯৬৫৫৭ ই-মেইলঃ nur_zaman15@yahoo.com |
নির্বাহী প্রকৌশলীঃ মোঃ নজরুল ইসলাম কিশোরগঞ্জ পৌরসভা। ফোনঃ ০৯৪১-৬২০০১ মোবাইলঃ ০১৭১২২৩৬৫৮৮ | সচিবঃ মোহাম্মদ মোশাররফ হোসেন শাহজাহান কিশোরগঞ্জ পৌরসভা। ফোনঃ ০৯৪১-৬২২২৮ মোবাইলঃ ০১৫৫৮ ৩০৪ ৯৮৪ |
মেডিকেল অফিসারঃডা. হরে কৃষ্ণ দেবনাথ কিশোরগঞ্জ পৌরসভা। ফোনঃ ০৯৪১-৬১৫২২, মোবাইলঃ ০১৭১১ ১৮৬ ২০৭ ই-মেইলঃ mokps01@gmail.com | মোঃ বদর উদ্দীন বস্তি উন্নয়ন কর্মকর্তা, কিশোরগঞ্জ পৌরসভা। মোবাইলঃ ০১৭১৫৬৮৫১২০
|
পৌর পরিষদের সম্মানিত কাউন্সিলরগণের নামের তালিকা
ক্রমিক নং | নাম | ওয়ার্ড নং | মোবাইল নাম্বার |
১ | জনাব হেনা আফরোজ | ১,২,৩ (সংরক্ষিত) | ০১৭১২-৮১৩৭৪৩ |
২ | জনাব বিনীতা রায় পাখি | ৫,৬,৮ (সংরক্ষিত) | ০১৯১২-৭২৪১৫২ |
৩ | জনাব আম্বিয়া খাতুন | ৪,৭,৯ (সংরক্ষিত) | ০১৯৩৪-৭৭৫১০২ |
৪ | জনাব মোঃ ইসমাইল হোসেন | ০১ | ০১৭১২-৭৬৬৩৭৯ |
৫ | আলহাজ্ব মোঃ জালাল উদ্দিন | ০২ | ০১৭১৩-৫২৯৬৩০ |
৬ | জনাব হানিফ উদ্দিন আহমেদ রনক | ০৩ | ০১৭১২-৯২৫২১১ |
৭ | জনাব মোঃ জামাল আবু নাসের হিলালী | ০৪ | ০১৭১১-৪২১৩৭৪ |
৮ | জনাব মোঃ আশরাফুল আলম শামীম | ০৫ | ০১৭১২-১১২০৪২ |
৯ | জনাব মোঃ ওয়াহিদুজ্জামান জুয়েল | ০৬ | ০১৭২৬-৬৩৩৬৩০ |
১০ | জনাব মোঃ আরিফুল ইসলাম আরজু | ০৭ | ০১৭১১-৩২৪৫৪৬ |
১১ | জনাব আফতাব উদ্দিন মিলন | ০৮ | ০১৯১১-৭৮৭৮৮৮ |
১২ | বাবু শ্রী অরুণ কুমার সাহা | ০৯ | ০১৭১১-৬৪৭৪৩৪ |
সেবা গ্রহণকারী পৌরসভার সম্মানিত নাগরিকগণের কাছে কিশোরগঞ্জ পৌরসভার প্রত্যাশা
§ পৌরসভার সার্বিক উন্নয়নে অংশীদারিত্ব প্রতিষ্ঠায় পৌরকর প্রদান করা সকল নাগরিকের দায়িত্ব।
§ ভবন নির্মাণের পূর্বে পৌরসভা হতে অনুমোদন গ্রহণ করম্নন এবং নির্মাণের ক্ষেত্রে বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড মেনে চলুন।
§ ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন এবং পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রেখে সুন্দর শহর গড়ে তুলতে সহায়তা করুন।
§ পানি, বিদ্যুৎ ও গ্যাসের অপচয় রোধ করম্নন।
§ রাস্তায় গবাদি পশু ছেড়ে দিবেন না।
§ ফুটপাতে দোকান দিবেন না।
§ পরিবারের সদস্যের জন্ম-মৃত্যুর তিন মাসের মধ্যে পৌরসভাকে অবহিত করে নিবন্ধন করুন।
§ পৌর ভূমি অবৈধভাবে দখল করবেন না।
আলহাজ্ব মাজহারুল ইসলাম ভূঞা
মেয়র
কিশোরগঞ্জ পৌরসভা
কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জ পৌরসভা তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরন প্রকল্পের এন্ট্রি পর্যায়ে আছে। এন্ট্রি পর্যায়ের কার্যক্রম সুষ্ঠভাবে বাস্তবায়নে সক্ষম হলে প্রকল্পে উন্নীত হতে পারবে। এন্ট্রি পর্যায়ের অন্যান্য কার্যক্রমের সাথে গুরুত্বপূর্ন একটি কাজ হোল্ডিং ট্যাক্স এর আদায় বৃদ্ধি করা। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ নিরলস পরিশ্রম করছেন। পৌরসভার নাগরিকবৃন্দ এবং সর্বমহলের অংশগ্রহণ প্রয়োজন হোল্ডিং ট্যাক্স আদায় বৃদ্ধিকরণে। বকেয়া ও চলতি হোল্ডিং ট্যাক্স পরিশোধ করুন এবং উন্নয়ন কার্যক্রমে অংশীদার হোন।
মাঝারী শহরে পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প
আওতাধীন কার্যক্রম
o পানির লাইন সংযোগ এবং সেনেটারী ল্যাট্রিন নির্মান
o বিদ্যমান সকল পানির সংযোগে মিটার স্থাপন
o ডাবল এন্ট্রি একাউন্টিং পদ্ধতি প্রবর্তন ও পরিচালন
o পানি সরবরাহ শাখার সম্পদের পূর্ন তালিকা প্রণয়ন ও মুল্যায়ন এবং সম্পদের রেচিস্টার তৈরীকরন
o ট্যারিফ সংগ্রহে দক্ষতা উন্নয়ন
o পানি সরবরাহ শাখার শূন্য পদ সমূহে জনবল নিয়োগ
তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরন প্রকল্প
আওতাধীন কার্যক্রম
o সড়ক নির্মাণ, পুন:নির্মাণ, মেরামত, প্রশস্থকরন ও সংস্কার।
o নর্দমা (ড্রেন) নির্মাণ, পুন:নির্মাণ ও মেরামত ।
o পুরাতন বাস টার্মিনাল মেরামত ও সংস্কার অথবা
o নতুন বাস টার্মিনাল নির্মাণ।
o পুরাতন ট্রাক টার্মিনাল মেরামত ও সংস্কার অথবা
o নতুন ট্রাক টার্মিনাল নির্মাণ।
o কসাইখানা (Slaughter House) নির্মাণ।
o গন শৌচাগার (Public Toilet)নির্মাণ।
o পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন।
o পৌর মার্কেট নির্মাণ/ উন্নয়ন।
o কাচা বাজার নির্মাণ/ উন্নয়ন।
o পৌর মিলনায়তন নির্মাণ/ উন্নয়ন/ মেরামত।
o সড়ক বাতি ব্যবস্থার উন্নয়ন।
o বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন।
o বসিত্ম উন্নয়নে প্রকল্প গ্রহন।
o অন্য যে কোনও স্কীম গ্রহন যা পৌরসভা তথা পৌরবাসীর সেবা মূলক কাজে সহায়ক হবে।
জেলা শহর অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প
আওতাধীন কার্যক্রম
o পৌরসভার জন্য মাস্টার প্ল্যান প্রণয়ন
o অবকাঠামো উন্নতিকরণ
আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প
আওতাধীন কার্যক্রম
o দরিদ্র ও অতিদরিদ্রদেরকে বিনামুল্যে চিকিৎসা প্রদান
o সাধারন রোগের চিকিৎসা
o শিশু স্বাস্থ্যসেবা
o স্বল্পমুল্যে ঔষধ বিতরন
o স্বল্পমুল্যে বিভিন্ন প্রকার টেস্ট
o প্রসবকালীন ও পরবর্তী মাতৃসেবা ও চিকিৎসা
o স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা প্রদান ও জনসচেতনতা বৃদ্ধি
o প্রজনন স্বাস্থ্যসেবা
o ই.পি.আই স্বাস্থ্যসেবা
কিশোরগঞ্জ পৌরসভা কার্যালয়, কিশোরগঞ্জ
কলেজ রোড, কিশোরগঞ্জ।
টেলিফোন নম্বর : ০৯৪১-৬২২২৮, ০৯৪১-৬২০০১, ০৯৪১-৬২৫২২,
ফ্যাক্স নাম্বার : ০৯৪১-৬২৪৫২
ই-মেইল: kishoreganjps69@gmail.com
ওয়েবেসাইট: www.kishorganjmunicipality.org.bd
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস