গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনামতে এ জেলায় ২০ ও ২১ জুলাই, ২০১৮ খ্রি. দুই দিনব্যাপী 'সাংস্কৃতিক উৎসব ২০১৮' জেলা শিল্পকলা একাডেমি, কিশোরগঞ্জ এ জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক উৎসব ২০১৮ এর প্রতিপাদ্য বিষয় ছিল 'সৃজনে উন্নয়নে বাংলাদেশ' । এ উৎসবে র্যালি, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, আধুনিক গান, দেশাত্ববোধক গান, কবিতা, আবৃত্তি, একক অভিনয়, ফ্যাশন শো, পুতুল নাচ, রবীন্দ্রনাথের “চিত্রাঙ্গদা”কাব্যের নৃত্যনাট্য, জারি-মুর্শিদি গানসহ সরকারের জনকল্যাণমূলক কর্মকান্ডের উপর নির্মিত বিভিন্ন তথ্যচিত্র প্রদশিত হয়। উক্ত অনুষ্ঠানে এক অনন্য মাত্রা যোগ করে বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী সুজিত মোস্তফা এবং বিশিষ্ট নৃত্যশিল্পী মুনমুন আহমেদ এর আগমন। কিশোরগঞ্জ জেলার সর্বস্তরের জনগণ এক আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠানমালা উপভোগ করেন। ২১ জুলাই ২০১৮ খ্রি তারিখে রাত ১১.০০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সনদপত্র প্রদানের মাধ্যমে ২ (দুই) দিন ব্যাপী 'সাংস্কৃতিক উৎসব ২০১৮' এর এই বর্ণাঢ্য অনুষ্ঠানমালার সমাপ্তি ঘোষণা করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস