বর্তমান সরকারের উন্নয়নের ১০ বছরকে মাথায় রেখে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত '৪র্থ উন্নয়ন মেলা ২০১৮' সারাদেশের মতো কিশোরগঞ্জ জেলাতেও মহাসমারোহে পালিত হচ্ছে। "উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি ০৪-০৬ অক্টোবর, ২০১৮ তিন দিনব্যাপী ছড়া পাঠ, কবিতা আবৃতি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, রিয়েলিটি শো, জ্ঞান জিজ্ঞাসা, কুইজ প্রতিযোগিতা, সরকারের তথ্যচিত্র উপস্থাপন, বিভিন্ন দপ্তরের নাগরিক সেবায় উদ্ভাবন সহ নানা রকম বিষয় তুলে ধরা হয় এবং পরিশেষে প্রতিদিন বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্য দিয়ে দিবাগত রাত ১২.০০ টায় আয়োজনের পরিসমাপ্তি ঘটে। উন্নয়ন মেলায় আকর্ষণের অন্যতম কেন্দ্র বিন্দু ছিল জেলা ব্রান্ডিং এর স্টল যেখানে কিশোরগঞ্জ জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং স্বকীয়তা তুলে ধরা হয়। দিনব্যাপী এসব অনুষ্ঠান পরিদর্শন করেন পরিকল্পনা কমিশনের সদস্য মাননীয় সুবীর কিশোর চৌধুরী স্যার এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার মাননীয় জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী স্যার। দিনব্যাপী এসব আয়োজনে নজিরবিহীন জনসমাগম ঘটে। জনমত অনুযায়ী এমন বর্ণাঢ্য আয়োজন ইতোপূর্বে হয়নি। অত্যন্ত আনন্দঘন উৎসব এর মধ্য দিয়ে সকলেই এসব আয়োজন উপভোগ করে। স্টল পরিদর্শনের পাশাপাশি আতশবাজি ও ফানুস ওড়ানো আগত দর্শনার্থীদের প্রীত করে। মেলার নিরাপত্তা কে মাথায় রেখে দিনব্যাপী এ আয়োজন ক্লোজড সার্কিট ক্যামেরা দিয়ে মনিটরিং করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস