Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বঙ্গবন্ধুর কালজয়ী ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দি ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে গৃহীত হওয়ায় কিশোরগঞ্জে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিস্তারিত

বঙ্গবন্ধুর কালজয়ী ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দি ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে গৃহীত হওয়ায় কিশোরগঞ্জে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গত শনিবার সকাল ১০টায় পুরাতন স্টেডিয়াম থেকে ৩২০ সংরক্ষিত আসনের এমপি দিলারা বেগম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শিবির বিচিত্র বড়–য়া, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, এডিএম আলমগীর হুছাইন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, পৌর মেয়র মাহমুদ পারভেজ, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, পিপি শাহ আজিজুল হক, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মানছুরা জামান নতুন, জেলা মহিলা লীগের সভানেত্রী হামিদা মান্নান, সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসউদ, অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী প্রমুখের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। এতে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। এরপর সমবায় কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠনের আয়োজন করা হয়। এছাড়া তথ্য অফিসের উদ্যোগে জেলা শহরের কয়েকটি জায়গায় ৭ মার্চের ভাষণ প্রচার এবং ‘ওরা ১১ জন’ সিনেমাটি প্রদর্শন করা হয়।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
25/11/2017
আর্কাইভ তারিখ
30/04/2018