গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা মতে 'সৃজনে উন্নয়নে বাংলাদেশ' প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেশব্যাপী 'সাংস্কৃতিক উৎসব ২০১৮' উদযাপনের নিমিত্ত গতকাল ২০ জুলাই, ২০১৮ খ্রি. বিকাল ৪.০০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার পুরাতন স্টেডিয়াম হতে র্যালির মাধ্যমে ২ দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসবের শুভ সূচনা করা হয়। উক্ত র্যালি শিল্পকলা একাডেমি, কিশোরগঞ্জ এ গিয়ে সমাপ্ত হয়। অতঃপর বেলুন উড্ডয়ন, কবুতর অবমুক্তকরণ এবং ফানুস উড়ানোর মধ্য দিয়ে ২ (দুই) দিন ব্যাপী 'সাংস্কৃতিক উৎসব ২০১৮' এর শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী।
প্রথম দিনের অনুষ্ঠানের শুরুতেই কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠানে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ সাংস্কৃতিক উৎসবের গুরুত্ব তুলে ধরা হয়। তৎপরবর্তীতে, দেশাত্মবোধক গান এবং নৃত্যের মাধ্যমে সাংস্কৃতিক পর্বের সূচনা হয়। এরপর একে একে জেলা/উপজেলার নির্বাচিত শিল্পীদের নিয়ে রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, আধুনিক গান, দেশাত্ববোধক গান, কবিতা, আবৃত্তি, একক অভিনয়, ফ্যাশন শো, পুতুল নাচ এবং রবীন্দ্রনাথের “চিত্রাঙ্গদা”কাব্যের নৃত্যনাট্যের মধ্যদিয়ে পুরো অনুষ্ঠান অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে সফলতার সাথে এগিয়ে যায়। কিশোরগঞ্জবাসী স্বতঃস্ফূর্তভাবে জেলার বিভিন্ন উপজেলা হতে আগত শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন। অবশেষে রাত্রি ১০.০০ ঘটিকায় জেলা প্রশাসক মহোদয় প্রথম দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
সকলে অদ্য ২১ জুলাই, ২০১৮ খ্রি. তারিখে বিকাল ৫.০০ ঘটিকায় দ্বিতীয় দিনের 'সাংস্কৃতিক উৎসব ২০১৮' এর অনুষ্ঠানে আন্তরিকভাবে আমন্ত্রিত।
সাংস্কৃতিক উৎসব ২০১৮ এর ফটোগ্যালারি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস