কিশোরগঞ্জ জেলার প্রাণিসম্পদ
কিশোরগঞ্জ জেলা হাওর ও সমতল ভ‚মির সমন্বয়ে গঠিত প্রাণিসম্পদে সমৃদ্ধ বৈচিত্র্যময় অঞ্চল। এ জেলা মাংস ও ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। দুধ উৎপাদনের ক্ষেত্রে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা প্রসিদ্ধ। দুধ উৎপাদন ও প্রাপ্যতার সহজলভ্যতা থাকায় ৫০ থেকে ৬০ টি পরিবার এ জেলার ব্র্যান্ডিং পণ্য পনির তৈরি করে তাদের জীবিকা নির্বাহ করে। জেলার বিস্তীর্ণ হাওর অঞ্চলে হাঁস পালনের জন্য রয়েছে অনুক‚ল পরিবেশ এবং অত্র জেলায় হাঁস পালন একটি ঐতিহ্যবাহী প্রাণিসম্পদ কার্যক্রম। এ জেলার তাড়াইল, করিমগঞ্জ, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, নিকলী, কুলিয়ারচর, বাজিতপুর এবং ভৈরব হাওর অঞ্চলে হাঁস পালন করে রীতিমত বিপ্লব ঘটিয়েছেন খামারিরা। দেশের মোট হাঁসের ২৪ শতাংশ যোগান দেয় কিশোরগঞ্জ জেলা। হাওর অঞ্চলে বিস্তীর্ণ জলাভ‚মিতে হাঁসের প্রাকৃতিক খাদ্যের উপস্থিতির জন্য হাঁস পালনের প্রতি দিন দিন খামারিদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। তাই কিশোরগঞ্জ জেলার হাওর অঞ্চল সমূহে হাঁসের অবাধ বিচরণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে হাঁসের ডিম এবং বাচ্চা উৎপাদনের গতি সচল রেখে অত্র জেলায় হাঁস পালন একটি সম্ভাবনাময় খাত হিসেবে পরিচিতি লাভ করতে পারে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস