Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ঈশা খাঁ’র দুর্গ
স্থান

এটি কিশোরগঞ্জ জেলার  অন্তর্গত  পাকুন্দিয়া  উপজেলার এগারসিন্দুর নামক গ্রামে অবস্থিত।

কিভাবে যাওয়া যায়

 কিশোরগঞ্জ শহর হতে সিএনজি তে যাওয়া যাবে 

যোগাযোগ

জেলা প্রশাসন, কিশোরগঞ্জ

বিস্তারিত

ঈশা খাঁ’র দুর্গ একটি ঐতিহাসিক প্রতœতাত্তি¡ক নিদর্শন। এটি কিশোরগঞ্জ জেলার  অন্তর্গত  পাকুন্দিয়া  উপজেলার এগারসিন্দুর নামক গ্রামে অবস্থিত। এখানেই মাতৃভূমি রক্ষার্থে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাংলার বারোভূঁইয়াদের প্রধান ঈশা খাঁ যুদ্ধ করেন।। ঈশা খাঁ নিজেকে স্বাধীন রাজা হিসেবে ঘোষণা করেন এবং মুঘল স¤্রাটকে খাজনা প্রদানে অস্বীকার করেন। ঈশা খাঁ’র রাজধানী সোনারগাঁয়ে মুঘলদের সাথে তুমুল যুদ্ধে ঈশা খাঁ বেবুদ রাজার রাজধানী এগারসিন্দুর আক্রমণ করেন এবং সহজেই তা দখল করেন। সা¤্রাজ্যবাদী মুঘলদের আধিপত্য রুখতে প্রথমেই এখানে একটি শক্তিশালী দুর্গ গড়ে তোলেন।