Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ঐতিহাসিক বড়হাটী মসজিদ
স্থান

বাংলার বারোভুঁইয়াদের অন্যতম ঈশা খাঁ’র  মজলিশ  ইটনা উপজেলায়  অবস্থিত।

কিভাবে যাওয়া যায়

কিশোরগঞ্জ শহরের একরামপুর রেলগেইট নামক স্থান থেকে বাস, সিএনজি, অটোরিক্সা দিয়ে চামটা বন্দর নেমে নৌকা যোগে।

যোগাযোগ

জেলা প্রশাসন, কিশোরগঞ্জ

বিস্তারিত

বাংলার বারোভুঁইয়াদের অন্যতম ঈশা খাঁ’র মজলিশদের মধ্যে অন্যতম মজলিশ দেলোয়ার কর্তৃক ইটনা উপজেলার এই বিখ্যাত মসজিদটি নির্মিত হয়েছিল। স্থানীয়ভাবে মসজিদটি ‘গায়েবী মসজিদ’ নামে পরিচিত। ঐতিহাসিক আবুল ফজল তাঁর ‘আকবরনামা’ গ্রন্থে ঈশা খাঁ’র প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে জৈনশাহী পরগনার জমিদার ও ঈশা খাঁ’র মিত্র মজলিশ কুতুব ও মজলিশ দেলোয়ারের কথা উল্লেখ করেন। তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদের দৈর্ঘ্য ২৪ মিটার, প্রস্থ ৯.৫ মিটার এবং উচ্চতা ৬ মিটার। মূল মসজিদের সামনে ১৩ মিটার প্রশস্থ একটি খোলা বারান্দা রয়েছে যা দেয়াল দিয়ে ঘেরা। দেয়ালের সাথে একটি উঁচু বেদি থেকে আযান দেয়া হয়। ষোড়শ শতাব্দীর শেষ দিকে অনুপম স্থাপত্যশৈলীতে নির্মিত এ মসজিদটি গৌরবোজ্জ্বল ইতিহাসের স্মারক হয়ে আজও অটুট রয়েছে।