Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ঐতিহাসিক শহীদী মসজিদ
স্থান

পুরানথানা, কিশোরগঞ্জ

কিভাবে যাওয়া যায়

কিশোরগঞ্জ শহর হতে রিক্সাযোগে বা পায়ে হেঁটে

যোগাযোগ

জেলা প্রশাসন, কিশোরগঞ্জ

বিস্তারিত

কিশোরগঞ্জ পৌর শহরের পূর্ব প্রান্তে অবস্থিত আধুনিক স্থাপত্যের এক ঐতিহাসিক নিদর্শন শহীদী মসজিদ। কারুময় নকশাখচিত এবং রঙ-বেরঙ এর কাজ দ্বারা সুসজ্জিত মসজিদের ত্রিতল ভবনটি সবাইকে মুগ্ধ  করে।  ইতিহাস  সূত্রে  জানা  যায়,  সাম্প্রদায়িক ইস্যুতে ১৯৪২ সালের ২৪ অক্টোবর ব্রিটিশ সরকারের সৈন্যদের গুলিতে প্রায় ১২ জন মুসল্লি আহত হন ও তন্মধ্যে ৫ জন মারা যান। অত:পর বিশিষ্ট আলেমগণ নিহত মুসল্লিদের শহীদ বলে আখ্যা দেন এবং তখন থেকে এই মসজিদটি শহীদী মসজিদ হিসেবে পরিচিতি লাভ করে। মসজিদটির আরেকটি বিশেষত্ব  হলো এটি অসংখ্য পিলারের ওপর স্থাপিত। মসজিদের গ্রাউন্ড ফ্লোরে ১২৮টি পিলার রয়েছে। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী থাকাকালে মসজিদটির ত্রিতল ভবন নির্মাণে ২০ লক্ষ টাকা অনুদান দিলে মসজিদটি বর্তমান রূপ লাভ করে।