Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কালনা আখড়া
স্থান

কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার কালনা গ্রামে া

কিভাবে যাওয়া যায়

কিশোরগঞ্জ শহরের শহিদী মসজিদ এর সামনে থেকে সিএনজি বা অটোরিক্সা যুগে ।

যোগাযোগ

জেলা প্রশাসন, কিশোরগঞ্জ

বিস্তারিত

কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলা সদর থেকে তাড়াইল কেন্দুয়া রোডে প্রায় এক কিলোমিটার উত্তরে রাস্তার পূর্ব পার্শ্বে কালনা গ্রামে হিন্দু সম্প্রদায়ের একটি বিখ্যাত আখড়া রয়েছে। বর্তমানে জরাজীর্ণ এই আখড়ার নির্মাণকাল (আখড়ায় ঝুলন্ত বোর্ড থেকে জানা যায়) খ্রিস্টীয় ১৬৮৯ সাল শ্রী শ্রী রামকৃঞ্চ গোঁসাইয়ের আখড়া হলেও বর্তমানে এটি কালনার আখড়া হিসেবে পরিচিত। স্থানীয় লোকদের মুখে প্রচলন আছে, হযরত শাহ সেকান্দার (র.) সেকান্দার নগর এসে ইসলাম ধর্ম প্রচারকালে কালনার আখড়া নির্মাণ করা হয়। আখড়া নির্মাণকালে স্থানীয় মুসলমানরা বাঁধা প্রদানের জন্য শাহ সেকান্দার (র.) এর নিকট আবেদন করলে তিনি তা প্রত্যাখান করে বৈষ্ণবদের আখড়া নির্মাণের সম্মতি দেন।