কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম এ অবস্থিত
কিশোরগঞ্জ শহরের একরামপুর রেলগেইট থেকে সিএনজি, অটোরিক্সা দিয়ে বালিখলা বেড়িবাঁধ নেমে ট্রলার বা নৌকা যোগে মিঠামইন । মিঠামইন থেকে অটোরিক্সা বা মোটর সাইকলে যোগে অষ্টগ্রাম
জেলা প্রশাসন কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ জেলাধীন অষ্টগ্রাম উপজেলায় অবস্থিত একটি প্রতœতাত্তি¡ক নিদর্শন ও বাংলাদেশের একটি প্রাচীন মসজিদ “কুতুব শাহ মসজিদ”। ষোড়শ শতাব্দীতে কুতুব শাহ নামে একজন আউলিয়া পাঁচ গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদের নিকটেই কুতুব শাহ (র.) এর মাজার রয়েছে। হযরত কুতুব শাহ (র.), হযরত শাহ জালাল (র.) এর সঙ্গে আগত ৩৬০ জন আউলিয়ার মধ্যে একজন বলে জনশ্রæতি রয়েছে। হযরত শাহ জালাল (র.) চতুর্দশ শতাব্দীর শুরুতে বাংলাদেশে আসেন এবং ১৩০৩ খ্রিস্টাব্দে শ্রীহট্ট জয় করেন। হযরত কুতুব শাহের (র.) নামানুসারেই কুতুব শাহ মসজিদের নামকরণ করা হয়েছে। ১৯০৯ সালে তৎকালীন প্রতœতত্ত¡ অধিদপ্তর এটিকে সংরক্ষিত হিসেবে তালিকাভুক্ত করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস