Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
পাগলা শংকর আখড়া
স্থান

বাজিতপুর উপজেলা সদর থেকে প্রায় ১ কি.মি. উত্তর পূর্ব কোণে দিলালপুর বড় রাস্তার পাশে বড় ঘাগটিয়া গ্রামে অবস্থিত পাগলা শংকর আখড়া

কিভাবে যাওয়া যায়

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ট্রেনেযোগে এবং গাইটাল বাসস্ট্যান্ড থেকে বাসযোগে বাজিতপুর নেমে অটোরিক্সা যোগে ঘাগাটিয়া্

যোগাযোগ

জেলা প্রশাসন, কিশোরগঞ্জ

বিস্তারিত

সনাতন  ধর্মাবলম্বীদের  এক  প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান পাগলা শংকর আখড়া। বাজিতপুর উপজেলা সদর থেকে প্রায় ১ কি.মি. উত্তর পূর্ব কোণে দিলালপুর বড় রাস্তার পাশে বড় ঘাগটিয়া গ্রামে অবস্থিত পাগলা শংকর আখড়া। এটি বাজিতপুরের অন্যতম পুরনো আখড়া। সনাতন ধর্মাবলম্বীদের জন্য এটি একটি পবিত্র স্থান। এর প্রতিষ্ঠা ও প্রতিষ্ঠানটির নামকরণ নিয়ে নানা মতভেদ রয়েছে। কারো মতে, ১৭০০ খ্রিস্টাব্দের মাঝামাঝি একজন বিখ্যাত ব্যক্তি পাগলা শংকর ধর্ম প্রচারের উদ্দেশ্যে এ আখড়া প্রতিষ্ঠা করেছিলেন।