নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের মজলিশপুর গ্রামের পশ্চিমে পাহাড় খাঁর ভিটার অবস্থান
কিশোরগঞ্জ শহরের একরামপুর থেকে বাস, সিএনজি/ অটোরিক্সা যোগে।
জেলা প্রশাসন, কিশোরগঞ্জ
নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের মজলিশপুর গ্রামের পশ্চিমে পাহাড় খাঁর ভিটার অবস্থান। গোলাকৃতির দ্বীপ সদৃশ এ ভিটায় সাধক পুরুষ পাহাড় খাঁর মাজার অবস্থিত। পাহাড় খাঁর শিষ্য আনু পাগলার মাজারও এ ভিটায় অবস্থিত। অত্র এলাকা ও এলাকার বাইরে তাঁদের অনেক ভক্ত তথা অনুসারী রয়েছে। প্রতিবছর বর্ষার শুরুতে অনুষ্ঠিত ওরশে ভক্তবৃন্দের পাশাপাশি স্থানীয় জনগন ও বহু পর্যটকের সমাগম ঘটে এ ভিটাতে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস