সুতারপাড়া ইউনিয়নে এ বালিখলা অবস্থিত
কিশোরগঞ্জ একরামপুর রেলগেইট হতে সিএনজি অটোরিক্সা যোগে বালিখলা
জেলা প্রশাসন, কিশোরগঞ্জ
পর্যটকদের নিকট হাওরের চিত্রোপম চমৎকার একটি জায়গা বালিখলা। এটি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অবস্থিত। ৩ কিলোমিটার দৈর্ঘ্যরে এ রাস্তাটি চলে গেছে বালিখলা থেকে নিয়ামতপুর পর্যন্ত যা বর্ষাকালেও ডুবে যায় না। এখান থেকে নৌকা নিয়ে হাওড়ে ভ্রমণ করা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস