Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ভাগলপুর দেওয়ান বাড়ি জামে মসজিদ
স্থান

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা সদর থেকে ২ কি.মি. পশ্চিমে ভাগলপুর দেওয়ান বাড়ি মসজিদের অবস্থান

কিভাবে যাওয়া যায়

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ট্রেনেযোগে এবং গাইটাল বাসস্ট্যান্ড থেকে বাসযোগে বাজিতপুর নেমে অটোরিক্সা যোগে ভাগলপুর

যোগাযোগ

জেলা প্রশাসন, কিশোরগঞ্জ

বিস্তারিত

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা সদর থেকে ২ কি.মি. পশ্চিমে ভাগলপুর দেওয়ান বাড়ি মসজিদের অবস্থান। দেওয়ান গৌউস খান মুঘল আমলে এখানকার গভর্নর ছিলেন। মসজিদের স্বীয় ৪১ শতাংশ ভ‚মির ওপর প্রতিষ্ঠিত মসজিদটি ১৯২৫ সালে ভ‚মি ওয়াকফ স্টেটে ভাগলপুর দেওয়ান বাড়ির দেওয়ান সৈয়দ গোলাম মালেক এবং দেওয়ান সৈয়দ কাসেম আলী দুই ভাই মিলে ওয়াকফ করে দেন। বৃটিশ আমলের শেষ দিকে ভূমিকম্পে মসজিদটির ব্যাপক ক্ষতিসাধন হয় এবং পরবর্তীতে পুনঃসংস্কার করা হয়। তিন গম্বুজ বিশিষ্ট এ মসজিদটির পশ্চিমের দেয়ালে ৩টি মেহরাব, পূর্বের দেয়ালে ৩টি দরজা, চার কোণায় ৪টি মিনার রয়েছে। এছাড়াও মসজিদটিতে আরবী ও ফার্সি ভাষার দুটি শিলালিপি বিদ্যমান।