Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মসূয়ার রায় পরিবার
স্থান

কটিয়াদীর মসূয়া গ্রামে অবস্থিত

কিভাবে যাওয়া যায়

কিশোরগঞ্জ রেল স্টেশন এর কাছে কটিয়াদী সিএনজি স্টেশন সেখান থেকে সিএনজি বা অটোরিক্সা যোগে 

যোগাযোগ

জেলা প্রশাসন, কিশোরগঞ্জ

বিস্তারিত

কিশোরগঞ্জ জেলার কটিয়াদীর গ্রাম মসূয়ার বিখ্যাত রায়বাড়িকে কেন্দ্র করে এ গ্রামের সুনাম সুদূর পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত হয়েছিল। এর পেছনে রায়পরিবারের পারিবারিক প্রতিপত্তি নয়, রায় পরিবারের অসামান্য সাহিত্যপ্রীতি ও শিশুসাহিত্যে নতুন ধারা প্রবর্তনের কৃতিত্বই মূল নিয়ামক। রায় পরিবার বাংলা সাহিত্যে নতুন ধারা যোগ করেন। শিশু সাহিত্যের পথিকৃৎ বলে খ্যাত উপেন্দ্রকিশোর রায় চৌধুরী,  তার  পুত্র  সুকুমার  রায়,  সুবিনয় রায়, সুকোমল রায় ও কন্যা সুখলতা রায়, পূণ্যলতা চক্রবর্তী, শান্তিলতা, পৌত্র সত্যজিৎ রায়, কনিষ্ঠ ভ্রাতা কুলদারজন রায় প্রমুখ ছিলেন উল্লেখযোগ্য। এক পরিবারের ০৯ জন খ্যাতিমানের জন্ম শুধু মসূয়াকেই নয়, পুরো কিশোরগঞ্জ জেলাকেই গৌরবের উচ্চাসনে প্রতিষ্ঠিত করেছে।