কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর গ্রামে ঐতিহাসিক শাহ মাহমুদ মসজিদ এর অবস্থান
গাইটাল বাসস্ট্যান্ড থেকে সিএসজি বা বাসযোগে
জেলা প্রশাসন, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর গ্রামের প্রায় ৩৫০ বছরের পুরনো ঐতিহাসিক শাহ মাহমুদ মসজিদটি মোঘল আমলের অপূর্ব স্থাপত্যশৈলীর এক অনুপম নিদর্শন। মসজিদটি পাকুন্দিয়া সদর থেকে ৮ কি.মি. দূরে অবস্থিত এবং এর অবস্থান এগারসিন্দুর দুর্গ এলাকায়। এগারসিন্দুর গ্রামে মুঘল আমলের কাছাকাছি দুটি প্রাচীন মসজিদের একটি হল শাহ মাহমুদ মসজিদ, অপর মসজিদের নাম শেখ সাদী মসজিদ যা শাহ মাহমুদ মসজিদ থেকে ২৫০ মিটার দূরত্বে অবস্থিত। সুবেদার শায়েস্তা খাঁর আমলে ১৬৬৪ সালে এগারসিন্দুরের তৎকালীন প্রখ্যাত ব্যবসায়ী শাহ মাহমুদ কর্তৃক এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি নির্মিত হয়। এর চারদিকে বেষ্টনি প্রাচীর বিদ্যমান। প্রবেশ পথে একটি দোচালা পাকা ঘর রয়েছে যার নাম বালাখানা। এই মসজিদটির ভিতর ও বাহিরের দেয়াল সুলতানী আমলের চিত্রফলক দ্বারা অলংকৃত করা হয়েছে। মসজিদের চার কোণায় চারটি আট কোণাকৃতির মিনার রয়েছে যা মসজিদের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। মসজিদের পূর্ব দেয়ালে রয়েছে ০৩ টি দরজা। মাঝের দরজাটি অপেক্ষাকৃত বড়। মসজিদটি দেখতে বর্গাকৃতির এবং কারুকার্যে সুলতানী স্থাপত্যশৈলী ব্যবহার করা হয়েছে। পোড়ামাটির বিভিন্ন কারুকার্য মসজিদটির সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে অত্যন্ত চমৎকার কারুকার্য বিশিষ্ট এ মসজিদটি সকলের দৃষ্টি কাড়ে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস