Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
শাহ সেকান্দর (র.) এর মাজার
স্থান

তাড়াইল উপজেলায় সেকান্দরনগর গ্রামে অবস্থিত

কিভাবে যাওয়া যায়

কিশোরগঞ্জ শহরের শহিদী মসজিদের সামনে থেকে সিএনজি, অটোরিক্সা বা রিক্সা যুগে।

যোগাযোগ

জেলা প্রশাসন, কিশোরগঞ্জ

বিস্তারিত

কিশোরগঞ্জ জেলার অন্তর্গত তাড়াইল উপজেলা হতে ৪.০০ কিলোমিটার উত্তরে ধলা ইউনিয়নের সেকান্দরনগর গ্রামে হযরত সুলতান শাহ সেকান্দর (র.) এর মাজার শরীফ রয়েছে। যতদূর জানা যায়, মহান সাধক সেকান্দর শাহ্্ বিংশ শতাব্দীর প্রথম ভাগে ইসলাম প্রচারের জন্য উক্ত এলাকায় আগমন করেন।  তাঁর চারিত্রিক মহিমায় মুগ্ধ হয়ে অনেক লোক ইসলাম গ্রহণ করেন। তখনকার জঙ্গলবাড়ীর জনৈক দেওয়ান সিকান্দর শাহের শিষ্যত্ব গ্রহণ করেন এবং সেখানে বসতবাড়ী নির্মাণের অনুমতি দেন। আর এ থেকে সাধকের নাম অনুসারে গ্রামটির নামকরণ করা হয় সেকান্দরনগর।