Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
শ্রী শ্রী গোপিনাথ জিউর নাট মন্দির
স্থান

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা সদর থেকে তিন কিলোমিটার উত্তর দিকে আচমিতা ভোগ বেঙ্গল এলাকায় মন্দিরটি অবস্থিত।

কিভাবে যাওয়া যায়

 কিশোরগঞ্জ বত্রিশ বাসস্ট্যান্ড থেকে সিএনজি বা অটোরিক্সা যোগে ।

যোগাযোগ

জেলা প্রশাসন, কিশোরগঞ্জ

বিস্তারিত

প্রায় ৫০০ বছর আগে নির্মিত গোপীনাথ জিউর নাট মন্দির বাংলার বারো ভূঁইয়াদের অন্যতম বীর ঈশা খাঁর স্মৃতিবিজড়িত প্রাচীন স্থাপত্যের নিদর্শন। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা সদর থেকে তিন কিলোমিটার উত্তর দিকে আচমিতা ভোগ বেঙ্গল এলাকায় মন্দিরটি অবস্থিত। সুপ্রাচীন এই মন্দিরটি মুঘল সম্রাট আকবরের শাসনামলে ১৫৭৫ সালে সামন্ত রাজা নবরঙ্গ রায় নির্মাণ করেন। মন্দিরের পাশে অবস্থিত কুটামন দিঘিও রাজা নবরঙ্গ রায়ের স্মৃতিস্মারক হয়ে আছে। স্থাপত্যের দিক থেকে এই মন্দিরটিতে ভারতের উড়িষ্যার প্রাচীন মন্দিরের সাদৃশ্য লক্ষ্য করা যায়। জনশ্রæতি থেকে জানা যায়, রাজা নবরঙ্গ রায় স্বপ্নাদৃষ্ট হয়ে এই মন্দির নির্মাণের কাজে হাত দেন। মন্দিরের প্রবেশমুখে রয়েছে একটি জরাজীর্ণ ব্রীজ যা পানাম নগরীর নকশায় তৈরি। এছাড়া রয়েছে দোলমৃত আদি মন্দির, মূল মন্দির, ঝুলন মন্দির, গুন্ডিচা মন্দির ও ৩টি পুকুর। এই মন্দিরেই সর্বপ্রথম পূর্ববঙ্গীয় সর্ববৃহৎ রথযাত্রা অনুষ্ঠিত হয়। বর্তমানে মন্দিরের বিভিন্ন স্থাপনা দিন দিন ভেঙ্গে যাচ্ছে।