Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
ত্রাণ ও পুনর্বাসন শাখা
Details

ত্রাণ ও পুনর্বাসন শাখা


Citizen Service

জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখার কার্যক্রম

 

০১।  প্রাকৃতিক দুর্যোগকালে ও অন্যান্য সময়ে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা ।

০২।  দুর্যোগকালীন নিয়ন্ত্রণ কক্ষ খোলা ও পরিচালনা করা ।

০৩।  বিভিন্ন দুর্যোগে ক্ষয়ক্ষতি এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে হালনাগাদ প্রতিবেদন,চার্ট বোর্ড তৈরী করণ।

০৪।  গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা/কাবিটা) কর্মসূচি বাস্তবায়ন কার্যক্রম।

০৫।  গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচি বাস্তবায়ন কার্যক্রম।

০৬।  বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় গ্রামীণ রাস্তায় ছোট ছোট সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্প কার্যক্রম।

০৭।  ঝুকিহ্রাস কর্মসূচী বাস্তবায়ন কার্যক্রম।

০৮।  আবাসন প্রকল্প বাস্তবায়ন কর্যক্রম ।

০৯।  দুর্যোগজনিত ঝুকিহ্রাস কর্মসূচি বাস্তবায়ন কার্যক্রম ।

১০।  ত্রাণ সামগ্রী বরাদ্দ ও বিতরণ কার্যক্রম ।

১১।  জিআর চাল বরাদ্দ ও বিতরণ কার্যক্রম ।

১২।  জিআর ক্যাশ বরাদ্দ ও বিতরণ কার্যক্রম।

১৩।  গৃহবাবদ মঞ্জুরী (অর্থ) বরাদ্দ ও বিতরণ কার্যক্রম।

১৪।  ভিজিএফ কর্মসূচি বাস্তবায়ন কার্যক্রম।

১৫।  দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ ও অবহিত করণ কর্মশালা পরিচালনা করণ।

১৬।  বিদেশী উন্নয়নমূলক কাজের প্রকল্পসমূহ বাস্তবায়ন, পরিদর্শন ও পরিবীক্ষণ র্কাক্রম ।

১৭।  বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রকল্পসমূহ পরিদর্শন ও পরিবীক্ষণ কার্যক্রম।

১৮।  বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি ও চূড়ান্ত প্রতিবেদন উপজেলা হতে সংগ্রহ পূর্বক নির্ধারিত তারিখে উর্ধতন কর্তৃপক্ষের বরাবর প্রেরণ কার্যক্রম।

১৯।  সরকার এবং জেলা প্রশাসক কর্তৃক অর্পিত দায়িত্ব পালন।


Current Project

গুরুত্বপূর্ন প্রকল্পসমূহের বিবরণ :-

 

০১।  গ্রামীণঅবকাঠামোসংস্কার(কাবিখা/কাবিটা) সাধারন;

০২। গ্রামীণঅবকাঠামোসংস্কার(কাবিখা/কাবিটা) বিশেষ;

০৩। গ্রামীণঅবকাঠামোরক্ষণাবেক্ষণ(টিআর/টাকা) সাধারন;

০৪। গ্রামীণঅবকাঠামোরক্ষণাবেক্ষণ(টিআর/টাকা) বিশেষ;

০৫।  অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি;

০৬। ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর কৃর্তক দুর্যোগজনিত ঝুকিহ্রাস;


Duties

ক্রমিক নং

উপজেলার নাম

বরাদ্দকৃত টাকার পরিমাণ

উকারভোগীর সংখ্যা   

ঋণবাবদ বিতরণ     

অনুদান বাবদ বিতরণ   

অবিতরণকৃত অর্থ

(সরকারী খাতে জমা)

০১।

করিমগঞ্জ

২৮,৫০,০০০/-

৫৬৩ জন 

২১৯১৭৫০/-

৬২৩২৫০/

৩৫,০০০/-

০২.

তাড়াইল

১৯,০০,০০০/-

৩৭৯ জন

১৪,২১,২৫০/-

৪৭৩৭৫০/-

৫০০০/-

০৩.

বাজিতপুর

২২,০০,০০০/-

৩৮০ জন

১৪,২৫,০০০/-

৪,৭৫,০০০/-

৩,০০,০০০/-

০৪.

নিকলী

১৩,০০,০০০/-

২৩৫ জন

৯,৭৫,০০০/-

৩,২৫,০০০/-

-

 

সর্বমোট=

৮২,৫০,০০০/-

১৫৫৭ জন

৬০,১৩,০০০/-

১৮,৯৭,০০০/-

৩,৪০,০০০/-


Contact
ত্রাণ ও পুনর্বাসন শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ।ফোন: ০৯৪১ ৬১৮৪৫, ই-মেইল: নাই
Staffs
Acting Officer