রেকর্ড রুম
রেকর্ডরুম শাখার সিটিজেন চার্টার :
সি এস/এস এ/আর এস ভলিয়ম/মৌজা ম্যাপ ও অন্যান্য মূল্যবান রেকর্ডপত্র সংরক্ষণ।
সি এস/এস এ/আর এস ভলিয়মের নকল সরবরাহ ও মৌজা ম্যাপ বিক্রয়।
খতিয়ান/জাবেদা নকল/অন্যান্য সার্টিফাইড কপি পেতে যা খরচ লাগবে :
আবেদনে কোর্ট ফি - ১৮টাকা
প্রতি ফোলিও এর জন্য ০২টাকা
নকসা বিক্রয়ের আবেদন কোর্ট ফি -১০টাকা
মৌজা ম্যাপের মূল্য - ৩৫০টাকা( যা চালানের মাধ্যমে সোনালী ব্যাংকে জমা দিতে হবে।
অন্যান্য তথ্যাদির জন্য ১০টাকার কোর্ট ফি’র মাধ্যমে আবেদন করতে হবে।
রেকর্ডরুম শাখায় নগদ লেনদেন করা হয়না।
কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ দেয়ার ঠিকানা :
ভারপ্রাপ্ত কর্মকর্তা, রেকর্ডরুম শাখা
অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব),কিশোরগঞ্জ
জেলা প্রশাসক,কিশোরগঞ্জ।
0
সি এস/এস এ/আর এস ভলিয়ম/মৌজা ম্যাপ ও অন্যান্য মূল্যবান রেকর্ডপত্র সংরক্ষণ।
সি এস/এস এ/আর এস ভলিয়মের নকল সরবরাহ ও মৌজা ম্যাপ বিক্রয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS