সুনিদ্ষ্টি অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হয়
সেবার নাম |
তথ্য অধিকার আইন- ২০০৯ মোতাবেক তথ্য সরবরাহ |
তথ্য অধিকার আইন- ২০০৯ মোতাবেক আপীল আবেদন |
অভিযোগ নিষ্পত্তি |
প্রয়োজনীয় সময় (ঘন্টা/দিন/মাস) |
১) মজুদকৃত তথ্য অনুরোধ প্রাপ্তির তারিখ হতে ২০(বিশ) কার্যদিবস ২) অনুরোধকৃত তথ্যের সাথে একাধিক তথ্য প্রদান ইউনিট বা কর্তৃপক্ষের সংশিস্নষ্টতা থাকলে ৩০(ত্রিশ) কার্যদিবস ৩) তথ্য প্রদানে অপরাগ হলে ১০(দশ)কার্যদিবস ৪) জীবন-মৃত্যু, গ্রেফতার এবং কারাগার হতে মুক্তি সম্পর্কিত হলে ২৪(চবিবশ) ঘন্টা। |
আপীল আবেদন প্রাপ্তির পরবর্তী ১৫(পনের) দিনের মধ্যে |
তদমত্ম প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে০১(এক) কার্যদিবস |
প্রয়োজনীয় কাগজপত্র |
নির্ধারিত ফরমে আবেদন (অফিস কর্তৃক সরবরাহকৃত) |
নির্ধারিত ফরমে আবেদন (অফিস কর্তৃক সরবরাহকৃত) |
অভিযোগ সংশিস্নষ্ট কাগজপত্র |
প্রয়োজনীয় কাগজপত্র প্রাপ্তি স্থান |
জেলা প্রশাসকের কার্যালয় www.kishoreganj.gov.bd |
জেলা প্রশাসকের কার্যালয় |
|
ফি/চার্জ |
১) লিখিত কোন ডকুমেন্টের কপি সরবরাহের জন্য A-4 ও A-3 মাপের কাগজেরক্ষেত্রে প্রতি পৃষ্ঠা ২(দুই) টাকা হারে এবং তদুর্ধ্ব সাইজের কাগজের ক্ষেত্রে প্রকৃত মূল্য। ২) আবেদনকারী কর্তৃক ডিস্ক, সিডি ইত্যাদি সরবরাহেরক্ষেত্রে বিনা মূল্যে। ৩) তথ্য সরবরাহকারী কর্তৃক ডিস্ক, সিডি ইত্যাদি সরবরাহেরক্ষেত্রে উহার প্রকৃত মূল্যে। ৪) কোন আইন বা সরকারি বিধান বা নির্দেশনা অনুযায়ী কাউকে সরবরাকৃত তথ্যেরক্ষেত্রে বিনা মূল্যে ৫) মূল্যের বিনিময়ে বিক্রয়যোগ্য প্রকাশনার ক্ষেত্রে প্রকাশনায় নির্ধারিত মূল্যে। চালান কোড নং-১-৩৩০০-০০০০-১৮০৭ |
বিনা মূল্যে |
বিনা মূল্যে |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা |
জনাব মো: নাজির হোসেন |
জনাব মো: নাজির হোসেন |
সহকারী কমিশনার |
উর্ধ্বতন কর্মকর্তা যার কাছে আপীল করা যাবে |
আপীল কর্তৃপক্ষ(আরটিআই) |
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কিশোরগঞ্জ |
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), কিশোরগঞ্জ |
সুনিদ্ষ্টি অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হয়
0
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS