Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
জুডিশিয়াল মুন্সীখানা (জেএম) শাখা
Details

জুডিশিয়াল মুন্সীখানা (জেএম) শাখা


Citizen Service

জুডিসিয়েল মুন্সীখানা শাখার সিটিজেন চার্টারঃ

 

১। আগ্নেয়াস্ত্র লাইসেন্স ইস্যু ও নবায়নঃ

(ক) নতুন একনলা ও দোনলা বন্দুক/রাইফেল-এর লাইসেন্স ইস্যুর জন্য আবেদন প্রাপ্তির পর তদমত্মক্রমে প্রতিবেদন প্রেরণের জন্য পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, কিশোরগঞ্জ বরাবর প্রেরণ করা হয়। প্রতিবেদন প্রাপ্তির পর ব্যক্তিগত শুনানী গ্রহণপূর্বক নতুন লাইসেন্স ইস্যু করা হয়। পিস্তল/রিভলবার-এর লাইসেন্স প্রাপ্তির আবেদনের সাথে সাথে তদন্তক্রমে প্রতিবেদন প্রেরণের জন্য পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, কিশোরগঞ্জ বরাবর প্রেরণ করা হয়। তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর লাইসেন্স প্রদানের অনুমতির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়।

            (খ) লাইসেন্স নবায়নের ফি প্রদানপূর্বক নবায়নের জন্য আবেদন করলে সাথে সাথে নবায়ন করা হয়। 

২। বিস্ফোরক দ্রব্যের লাইসেন্স প্রদান ও নবায়নঃ

(ক) আবেদন প্রাপ্তির পর তা সংশ্লিষ্ট সংস্থাসমূহে তদন্তের জন্য প্রেরণ করা হয়। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরীক্ষান্তে লাইসেন্স প্রদান করা হয়।

            (খ) লাইসেন্স নবায়নের ফি প্রদানপূর্বক নবায়নের জন্য আবেদন করলে সাথে সাথে নবায়ন করা হয়।

৩। সিনেমা হলের লাইসেন্স প্রদান ও নবায়নঃ

(ক) আবেদন প্রাপ্তির সাথে সাথে সংশ্লিষ্ট সংস্থাসমূহে তদন্তের জন্য প্রেরণ করা হয়। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরীক্ষান্তে লাইসেন্স প্রদান করা হয়।

            (খ) লাইসেন্স নবায়নের ফি প্রদানপূর্বক নবায়নের জন্য আবেদন করলে সাথে সাথে নবায়ন করা হয়।

৪। সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্প স্থাপনের অনাপত্তি সনদ প্রদানঃ

আবেদন প্রাপ্তির সাথে সাথে সংশ্লিষ্ট সংস্থাসমূহে তদন্তের জন্য প্রেরণ করা হয়। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরীক্ষান্তে অনাপত্তি সনদ প্রদান করা হয়।

৫। খনিজ দ্রব্য (জ্বালানী তেল, গ্যাস ও অন্যান্য) বিক্রির অনাপত্তি সনদ প্রদানঃ

         আবেদন প্রাপ্তির সাথে সাথে সংশ্লিষ্ট সংস্থাসমূহে তদন্তের জন্য প্রেরণ করা হয়। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরীক্ষান্তে অনাপত্তি

         সনদ প্রদান করা হয়।

৬। মেলা/বাণিজ্য মেলা অনুষ্ঠানের অনুমতি প্রদানঃ

বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক ধার্যকৃত ফি দাখিলপূর্বক স্থানীয় চেম্বারের অনুমতিপত্র ও সংশ্লিষ্ট মাঠ কর্তৃপক্ষের চুক্তিনামাসহ আবেদন করলে সংশ্লিষ্ট সংস্থাসমূহের নিকট তদন্তের জন্য প্রেরণ করা হয়। তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর শর্ত সাপেক্ষে মেলা/বাণিজ্য মেলা অনুষ্ঠানের অনুমতি প্রদান করা হয়।

৭। যাবতীয় বিনোদনমূলক অনুষ্ঠানের অনুমতি প্রদানঃ

আবেদন প্রাপ্তির এক দিনের মধ্যে তদন্তক্রমে প্রতিবেদন প্রেরণের জন্য পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, কিশোরগঞ্জ বরাবর প্রেরণ করা হয়। তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর শর্ত সাপেক্ষে অনুষ্ঠানের অনুমতি প্রদান করা হয়।

৮। বিভিন্ন সভা/সেমিনার ও ধর্মীয় অনুষ্ঠানের অনুমতি প্রদানঃ

আবেদন প্রাপ্তির এক দিনের মধ্যে তদন্তক্রমে প্রতিবেদন প্রেরণের জন্য পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, কিশোরগঞ্জ বরাবর প্রেরণ করা হয়। তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর শর্ত সাপেক্ষে অনুষ্ঠানের অনুমতি প্রদান করা হয়।

৯। কারাগারে আটক বন্দীদের সাথে সাক্ষাতের জন্য অনুমতি প্রদানঃ

            বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে আবেদন প্রাপ্তির পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

১০। বিনা ময়না তদমেত্ম লাশ দাফনের অনুমতি প্রদানঃ

            আবেদন প্রাপ্তির পর পরীক্ষান্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

১১।      মহামান্য হাই কোর্টের বিভিন্ন আদেশ তামিলঃ

            আদেশ প্রাপ্তির সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

১২। বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের আদেশ তামিলঃ

            আদেশ প্রাপ্তির সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

১৩। বিজ্ঞ দেওয়ানী আদালতের ডিক্রী জারীর আদেশ তামিলঃ

            বিজ্ঞ আদালতের চাহিদাপত্র প্রাপ্তির পর ধার্য তারিখের পূর্বেই বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়।

১৪। বিভিন্ন জেলা হতে প্রাপ্ত প্রসেস (নোটিশ/সমন/ওয়ারেন্ট) তামিলঃ

            প্রসেস প্রাপ্তির সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

১৫। বিভিন্ন আদালত হতে প্রাপ্ত সাক্ষীর প্রসেস (সমন/ওয়ারেন্ট) তামিলঃ

প্রসেস প্রাপ্তির সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

১৬। ময়না তদমেত্মর জন্য কবর থেকে লাশ উত্তোলন ও সুরতহাল রিপোর্ট প্রস্ত্ততকালে উপস্থিত থাকার জন্য বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগঃ

          বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ প্রাপ্তির সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

১৭। বিজ্ঞ পিপি, স্পেশাল পিপি, অতিরিক্ত পিপি ও এপিপিগণের ভাতাদি প্রদানঃ

            বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে বিল দাখিলের পর বিধি অনুসরণপূর্বক চেক প্রদানের ব্যবস্থা করা হয়।

১৮। ছাপাখানার ঘোষণাপত্র প্রদানঃ

আবেদন প্রাপ্তির সাথে সাথে সংশিস্নষ্ট সংস্থাসমূহে তদন্তের জন্য প্রেরণ করা হয়। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরীক্ষান্তে ঘোষণাপত্র প্রদান করা হয়।

১৯। পত্রিকার ঘোষণাপত্র প্রদানঃ

আবেদন প্রাপ্তির সাথে সাথে তদন্তের জন্য পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, কিশোরগঞ্জ বরাবর এবং ছাড়পত্রের জন্য চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা বরাবর প্রেরণ করা হয়। তদন্ত প্রতিবেদন ও ছাড়পত্র পাওয়ার পর পরীক্ষান্তে ঘোষণাপত্র প্রদান করা হয়।

২০। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ :

আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সংক্রান্ত যে-কোন সংবাদ পাওয়ার সাথে সাথে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগসহ অন্যান্য আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হয়। এছাড়া যে-কোন সংস্থার চাহিদার প্রেক্ষেতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়।

 

২১।  কিশোরগঞ্জ কেন্দ্রীয় কারাগারের বিভিন্ন কার্যক্রম পরিচালনাঃ

কিশোরগঞ্জ কেন্দ্রীয় কারাগারে মাসিক ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠান, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক মাসিক পরিদর্শন এবং অন্যান্য কার্যক্রম পরিচালনা করা হয়।

২২। কিশোরগঞ্জ কেন্দ্রীয় কারাগারের বন্দী মুক্তি প্রদান কার্যক্রমঃ

স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত পরিপত্রের নির্দেশনা অনুযায়ী জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক বন্দী মুক্তি প্রদানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করা হয়। প্রস্তাব অনুমোদনের পর পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হয়।

 

২৩। পাবলিক পরীক্ষাসমূহ পরিচালনাঃ

বিভিন্ন পাবলিক পরীক্ষা সুষ্ঠুভাবে ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য পরীক্ষাকেন্দ্রে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়।

২৪। মোবাইল কোর্ট পরিচালনাঃ

মন্ত্রিপরিষদ বিভাগ ও অন্যান্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর তফসীলভূক্ত প্রায় সকল আইনের আওতায় উপজেলা নির্বাহী অফিসারগণ প্রমাপ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে এ কার্যালয়ে প্রতিবেদন প্রেরণ করেন এবং এ কার্যালয়ের  বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক প্রায় প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এছাড়া বিভিন্ন সংস্থার চাহিদার প্রেক্ষেতে মোবাইল কোর্ট পরিচালনার জন্য বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ ও অন্যান্য মন্ত্রণালয়ে মোবাইল কোর্ট পরিচালনা সংক্রামত্ম মাসিক প্রতিবেদন নিয়মিত প্রেরণ করা হয়।

 

২৫। মাদকদ্রব্য ও চোরাচালান নিয়ন্ত্রণে টাস্কফোর্স অভিযান পরিচালনাঃ

মাদকদ্রব্য ও চোরাচালান নিয়ন্ত্রণে প্রতিদিন টাস্কফোর্স অভিযান পরিচালনার জন্য বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়। এছাড়া প্রত্যাশী সংস্থার চাহিদার প্রেক্ষিতে ও টাস্কফোর্স অভিযান পরিচালনার জন্য বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়।

২৬।     ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারীঃ

যে-কোন সংস্থার চাহিদার প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কিশোরগঞ্জ এলাকায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারী করা হয়। কিশোরগঞ্জ এলাকার বাহিরে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারগণকে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারীর নির্দেশ প্রদান করা হয়।

২৭। নির্বাহী তদন্ত সম্পন্নকরণঃ

চাহিদা প্রাপ্তির সাথে সাথে তদন্তক্রমে প্রতিবেদন প্রেরণের জন্য বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তা কমিশনার, ঢাকা বিভাগ, ঢাকা মহোদয়ের কার্যালয়ে প্রেরণ করা হয়।

২৮। জাতীয় ও স্থানীয় নির্বাচন পরিচালনাঃ

জাতীয় ও স্থানীয় নির্বাচনসমূহ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করাসহ অন্যান্য সকল কার্যক্রম পরিচালনা করা হয়।

২৯। সড়ক ও মহাসড়কের যানজট নিয়ন্ত্রণঃ

জেলার সকল জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক, স্থানীয় সড়ক, বিভিন্ন বাসস্ট্যান্ড, হাট-বাজার এবং জেলা ও উপজেলা শহরের যানজট নিয়ন্ত্রণে সভা অনুষ্ঠান ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে।

৩০। রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানীমূলক মামলা প্রত্যাহারঃ

            এ বিষয়ে সরকারি সিদ্ধামত্ম মোতাবেক প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়।


Current Project

0


Duties

জুডিসিয়েল মুন্সিখানা শাখার ২০১১ সালের উন্নয়ন কর্মকান্ডের বিবরণঃ

ক)  ২০১১ সালে যে সকল অস্ত্রের লাইসেন্স প্রদান করা হয়েছে তা নিম্নরম্নপঃ

   - পিসত্মল/রিভলবার =০৭টি।

   - শর্টগান/রাইফেল =৪০টি।

   - নবায়নকৃত লাইসেন্স সংখ্যা মোট=১২৮৯ টি।

খ) ২০১১ সালে সিনেমা হলের লাইসেন্স  নবায়ন করা হয়েছে মোট=১১টি।

গ) ২০১১ সালে মেলা ও অন্যান্য প্রদর্শনীর অনুমতি দেওয়া হয়েছে, সেগুলোর তথ্য(স্থানীয়/বাণিজ্য মেলা)ঃ

  - কুমিলস্না টাউন হল মাঠে কুমিলস্না চেম্বার অব কমার্স আয়োজিত শিল্প ও বাণিজ্য মেলা।

  - চৌদ্দগ্রাম পাইলট হাই স্কুল মাঠে বৈশাখী মেলা।

  - কুমিলস্না স্টেডিয়ামে তাঁতবস্ত্র ও কুটির শিল্প মেলা।

  - নাঙ্গলকোট উপজেলায় কৃষি ও কুটির শিল্প মেলা।

  - বুড়িচং পাইলট স্কুল মাঠে বিজয় আনন্দ মেলা।

ঘ) এসিড লাইসেন্স ইস্যু- ০২টি।

  - এসিড লাইসেন্স নবায়ন -১০টি।

  - সালফার লাইসেন্স নবায়ন -০২টি।

ঙ) বিজ্ঞ পি.পি/এ.পি.পিগণদের ভাতা পরিশোধ = ৬৪,৪২,৮৯৮/-টাকা।

চ) ২০১১ সালে মোট ১০টি পত্রিকায় ডিক্লারেশন দেওয়া হয়েছে। তন্মধ্যে ৫টি নতুন এবং ৫টি পুরাতন (ডিক্লারেশন বাতিলের পর পুনঃ ডিক্লারেশন প্রদান ৩টি, সাপ্তাহিক থেকে ত্রৈমাসিক এ রম্নপামত্মর ১াট এবং পাক্ষেক থেকে সাপ্তাহিকে রম্নপামত্মর ১াট)।


Contact
জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ। ফোন: ০৯৪১ ৬১৮৭৩
Acting Officer