সাধারণ শাখা
সাধারণ শাখার সিটিজেন চার্টারঃ
ক্রঃ/নং- |
সেবার ধরণ |
সেবা প্রদানের সময়কাল |
মমত্মব্য |
০১। |
কেন্দ্রীয় পত্র প্রেরণ |
১ দিন |
|
০২। |
সার ও বীজ সংক্রামত্ম |
অনধিক ৭ দিন |
|
০৩। |
কৃষি পুনর্বাসন সংক্রান্ত |
মন্ত্রণালয়ের নিদের্শনা ও অর্থ বরাদ্দ অনুযায়ী |
|
০৪। |
স’ মিল/রাইস মিল এর লাইসেন্স প্রদান সংক্রামত্ম |
তদমত্ম সাপেক্ষে |
|
০৫। |
মুক্তিযুদ্ধ বিষয়ক |
মন্ত্রণালয়ের নিদের্শনা ও অর্থ বরাদ্দ অনুযায়ী |
|
০৬। |
ধর্ম বিষয়ক কার্যক্রম |
মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত সময়সীমা অনুযায়ী |
|
৭। |
নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠি ও বিশেষ এলাকা উন্নয়ন সহায়তা তহবিল(পার্বত্য চট্রগ্রাম ব্যতিত) |
মন্ত্রণালয়ের নিদের্শনা ও অর্থ বরাদ্দ অনুযায়ী |
|
৮। |
খাদ্য বিষয়ক |
মন্ত্রণালয়ের নিদের্শনা অনুযায়ী |
|
৯। | ইট, ভাটা সংক্রান্ত | ||
১০। | হোটেল ও রেস্টুরেন্ট সংক্রান্ত | ||
১১। | ফরম'স ও স্টেশনারী সংরক্ষণও বিতরণ | ||
১২। | জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত | ||
১৩। | বিভিন্ন অনুদান বিতরণ কার্যক্রম | ||
১৪। | বিভিন্ন বিভাগীয় অফিসের কার্যক্রম |
0
বার্তা বা পত্রাদি গ্রহণ এবং ইস্যু করা।
রাষ্ট্রীয় বিভিন্ন দিবস উদযাপন সংক্রান্ত কার্যক্রম।
মুক্তিযোদ্ধা বিষয়ক কার্যক্রম।
প্রেস ও প্রকাশনা সংক্রান্ত কার্যক্রম।
শিল্পকলা সংক্রান্ত কার্যক্রম।
কৃষি পুনর্বাসন, মৎস্য সংরক্ষণ সাধারণ অডিট (উপজেলা) সংক্রান্ত সেবা।
শাখা সংক্রান্ত বিবিধ কার্যক্রম।
সাধারণ শাখার ২০১১ সালের উন্নয়ন কর্মকান্ডের বিবরণঃ
ক) যে সকল দিবস উদযাপন করা হয়:
- মহান বিজয় দিবস।
- স্বাধীনতা দিবস।
- অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
- আন্তর্জাতিক জনসেবা দিবস।
- জাতীয় শিশু দিবস ।
- জাতীয় শোক দিবস।
- মুজিবনগর দিবস।
- মে দিবস।
- বিশ্ব অটিজম দিবস।
- বিশ্ব পরিবেশ দিবস।
- বিশ্ব পানি দিবস।
- জাতীয় সমবায় দিবস।
- জাতীয় যুব দিবস ।
খ) ২০১১ সালে মুক্তিযোদ্ধাদের দাফন-কাফন বাবদ অর্থ বিতরণঃ
- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে অর্থ বরাদ্দ - ৫,৫৪,৩৪৩/- টাকা, বিতরণঃ ৫,৫৪.৩৪৩/-টাকা।
- উপকার ভোগী মুক্তিযোদ্ধা পরিবার সংখ্যা - ৭৬ জন।
গ) ২০১১ সালে সরকারী ভাবে হজ্জের আবেদন গ্রহণ ও কার্যক্রমঃ
- দলগত হজ্জ যাত্রীর আবেদন - ৮৯ টি
- একক হজ্জ যাত্রীর আবেদন -২২ টি
- মোট = ১১১টি হজ্জ যাত্রীর আবেদন গ্রহণ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।
ঘ) ২০১১ সালে নৃতাত্ত্বিক জনগোষ্ঠির উন্নয়ন সহায়তা বাবদ প্রধান মন্ত্রীর কার্যালয় হতে অর্থ বরাদ্দ ও ব্যয়ঃ
- কুমিলস্না সদর দক্ষেণ উপজেলা = ১৪,০০,০০০/- টাকা।
- লাকসাম উপজেলা ৪,১০,০০০/-টাকা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS