Title
জেলা প্রশাসন, কিশোরগঞ্জের আয়োজনে ৪৯০ জন অসহায় মানুষের হাতে হাতে খাদ্যসামগ্রী ও ২৯০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান (২৯.০৫.২০)
Details
অদ্য ২৯ মে ২০২০ খ্রি. পুরাতন স্টেডিয়াম, কিশোরগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র, কিশোরগঞ্জ জেলা শাখা এর উদ্যোগে এবং জেলা প্রশাসন, কিশোরগঞ্জ এর আয়োজনে সাম্প্রতিক করোনা ভাইরাসের সংক্রমণজনিত সংকটে অসহায়ভাবে দিনযাপন করা কিশোরগঞ্জের ৪৯০ জন অসহায় মানুষের হাতে হাতে খাদ্যসামগ্রী ও ২৯০ জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মানুষের হাতে হাতে খাদ্যসামগ্রী ও শিক্ষার্থীদেরকে বৃত্তির টাকা তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সচিব ও চেয়ারম্যান, ভূমি সংস্কার বোর্ড জনাব মোঃ আবদুল মান্নান। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার, কিশোরগঞ্জ জনাব মোঃ মাশরুকুর রহমান খালেদ, সিভিল সার্জন, কিশোরগঞ্জ জনাব ডাঃ মোঃ মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব আব্দুল্লাহ আল মাসউদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিশু প্রতিভা বিকাশ কেন্দ্রের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ অন্যান্যরা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দসহ অন্যান্যরা। এ সময় ৪৯০ জনকে তার পরিবারের জন্য ৫ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি ডাল, ১/২ লিটার তেল, ১ টি সাবান ও ২ টি করে মাস্ক উপহার হিসেবে দেয়া হয়। এছাড়াও ২৯০ জন শিক্ষার্থীদের প্রত্যেককে শিক্ষাবৃত্তি হিসেবে ৫০০ টাকা করে দেয়া হয়।
জনস্বার্থে জেলা প্রশাসনের এই কার্যক্রম অব্যাহত থাকবে।