অদ্য ৪ জুন ২০২০ খ্রি. জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী জেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগে সাম্প্রতিক করোনা ভাইরাসের সংক্রমণজনিত সংকটে অসহায়ভাবে দিনযাপন করা কিশোরগঞ্জের ১১০ জন বিভিন্ন পেশাজীবী শ্রমিকদের (স'মিল ও নির্মাণ শ্রমিক) মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার (ত্রাণসামগ্রী) তুলে দেওয়া হয়। উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থদের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার (ত্রাণসামগ্রী) তুলে দেন কিশোরগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালেক্টরেটের সম্মানিত উপপরিচালক (স্থানীয় সরকার) জনাব মোহাম্মদ আব্দুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা, ডিডি, ইসলামিক ফাউন্ডেশন, কালেক্টরেট এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ, জেলা মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ সহ অন্যান্যরা। এ সময় ১১০ জনকে প্রত্যেকের পরিবারের জন্য ২০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১টি করে মাস্ক ত্রাণসামগ্রী হিসেবে দেয়া হয়।
জনস্বার্থে জেলা প্রশাসনের এই উদ্যোগ অব্যাহত থাকবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS