আগামী ২০-২১ জুলাই ২০১৮ তারিখ দুইদিনব্যাপি 'সাংস্কৃতিক উৎসব" জেলা শিল্পকলা একাডেমি, কিশোরগঞ্জ এ অনুষ্ঠিত হবে। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সাংস্কৃতিক উৎসব আয়োজন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভার কার্যবিবরণী নিম্নরূপ লিংকে হতে ডাউনলোড করুন:
https://drive.google.com/open?id=1RvhZvXiKY0V2HTtZuI9ILmpJhDkT4WCF
সাংস্কৃতিক উৎসব উপলক্ষ্যে জেলা প্রশাসন, কিশোরগঞ্জ কর্তৃক আয়োজিত কর্মসূচি |
||
তারিখ |
সময় |
কর্মসূচি |
১৫-২০ জুলাই ২০১৮ |
প্রতিদিন বিকাল ৫.০০টা হতে রাত ৮.০০ টা পর্যন্ত এবং ২০ জুলাই ২০১৮ বিকাল ৪.০০টা হতে ৫.০০ টা পর্যন্ত |
প্রচারণা ১) সরকারের জনকল্যাণমূলক কর্মকাণ্ডের উপর নির্মিত বিভিন্ন তথ্যচিত্র ভিডিও প্রজেক্টর এর মাধ্যমে প্রদর্শন ২) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের তথ্যচিত্র ভিডিও প্রজেক্টর এর মাধ্যমে প্রদর্শন স্থান: ক) আখড়া বাজার ব্রিজ চত্বর, কিশোরগঞ্জ; তারিখ: ১৫/৭/২০১৮, সময়: বিকাল ৫.০০-৬.০০ টা পর্যন্ত খ) ইসলামিয়া সুপার মার্কেট, কিশোরগঞ্জ; তারিখ: ১৬/৭/২০১৮, সময়: বিকাল ৫.০০-৬.০০ টা পর্যন্ত গ) মুক্তমঞ্চ, কিশোরগঞ্জ; তারিখ: ১৭/৭/২০১৮, সময়: বিকাল ৫.০০-৬.০০ টা পর্যন্ত ঘ) বত্রিশ বাসষ্টান্ড/রেলষ্টেশন, কিশোরগঞ্জ; তারিখ: ১৮/৭/২০১৮, সময়: বিকাল ৫.০০-৬.০০ টা পর্যন্ত ঙ) গাইটাল বাসষ্টান্ড, কিশোরগঞ্জ; তারিখ: ১৯/৭/২০১৮, সময়: বিকাল ৫.০০-৬.০০ টা পর্যন্ত চ) জেলা শিল্পকলা একাডেমি, কিশোরগঞ্জ; তারিখ: ২০/৭/২০১৮, সময়: বিকাল ৪.০০-৫.০০ টা পর্যন্ত |
২০ জুলাই ২০১৮ |
বিকাল ৪.০০ টা |
র্যালী পুরাতন স্টেডিয়াম হতে আরম্ভ হয়ে জেলা শিল্পকলা একাডেমি, কিশোরগঞ্জ এ সমাপ্ত |
২০ জুলাই ২০১৮ |
বিকাল ৫.০০ টা |
উদ্বোধনী অনুষ্ঠান স্থান: জেলা শিল্পকলা একাডেমি, কিশোরগঞ্জ |
|
বিকাল ৫.১০-৬.০০টা |
আলোচনা অনুষ্ঠান স্থান: জেলা শিল্পকলা একাডেমি, কিশোরগঞ্জ |
২০ জুলাই ২০১৮ |
সন্ধ্যা ৬.০০ টা |
সাংস্কৃতিক অনুষ্ঠান জেলা/উপজেলার নির্বাচিত শিল্পীদের নিয়ে রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, আধুনিক গান, দেশাত্ববোধক গান, কবিতা আবৃত্তি ও একক অভিনয় স্থান: জেলা শিল্পকলা একাডেমি, কিশোরগঞ্জ |
২১ জুলাই ২০১৮ |
সন্ধ্যা ৬.০০ টা |
সাংস্কৃতিক অনুষ্ঠান জেলা/উপজেলার নির্বাচিত শিল্পীদের নিয়ে নৃত্য, পল্লীগীতি, লালনগীতি, লোকগীতি, জারিসারি ও মুর্শিদী গান স্থান: জেলা শিল্পকলা একাডেমি, কিশোরগঞ্জ |
২১ জুলাই ২০১৮ |
রাত ৮.০০ টা |
সমাপনী অনুষ্ঠান এবং ‘সাংস্কৃতিক উৎসব’ এ অংশগ্রহণকারী শিল্পীদের মাঝে প্রশংসাপত্র বিতরণ স্থান: জেলা শিল্পকলা একাডেমি, কিশোরগঞ্জ |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS