Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Organize cultural festivals
Details

আগামী ২০-২১ জুলাই ২০১৮ তারিখ দুইদিনব্যাপি 'সাংস্কৃতিক উৎসব" জেলা শিল্পকলা একাডেমি, কিশোরগঞ্জ এ অনুষ্ঠিত হবে। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।  সাংস্কৃতিক উৎসব আয়োজন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভার কার্যবিবরণী নিম্নরূপ লিংকে হতে ডাউনলোড করুন:

https://drive.google.com/open?id=1RvhZvXiKY0V2HTtZuI9ILmpJhDkT4WCF

সাংস্কৃতিক উৎসব উপলক্ষ্যে জেলা  প্রশাসন, কিশোরগঞ্জ কর্তৃক আয়োজিত কর্মসূচি

তারিখ

সময়

কর্মসূচি

১৫-২০ জুলাই ২০১৮

প্রতিদিন

বিকাল ৫.০০টা হতে রাত ৮.০০ টা পর্যন্ত 

এবং

২০ জুলাই ২০১৮ বিকাল ৪.০০টা হতে ৫.০০ টা পর্যন্ত

প্রচারণা

১) সরকারের জনকল্যাণমূলক কর্মকাণ্ডের উপর নির্মিত বিভিন্ন তথ্যচিত্র ভিডিও প্রজেক্টর এর মাধ্যমে প্রদর্শন

২) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের তথ্যচিত্র ভিডিও প্রজেক্টর এর মাধ্যমে প্রদর্শন

স্থান:

ক) আখড়া বাজার ব্রিজ চত্বর, কিশোরগঞ্জ; তারিখ: ১৫/৭/২০১৮, সময়: বিকাল ৫.০০-৬.০০ টা পর্যন্ত

খ) ইসলামিয়া সুপার মার্কেট, কিশোরগঞ্জ; তারিখ: ১৬/৭/২০১৮, সময়: বিকাল ৫.০০-৬.০০ টা পর্যন্ত

গ) মুক্তমঞ্চ, কিশোরগঞ্জ; তারিখ: ১৭/৭/২০১৮, সময়: বিকাল ৫.০০-৬.০০ টা পর্যন্ত

ঘ) বত্রিশ বাসষ্টান্ড/রেলষ্টেশন, কিশোরগঞ্জ; তারিখ: ১৮/৭/২০১৮, সময়: বিকাল ৫.০০-৬.০০ টা পর্যন্ত

ঙ) গাইটাল বাসষ্টান্ড, কিশোরগঞ্জ; তারিখ: ১৯/৭/২০১৮, সময়: বিকাল ৫.০০-৬.০০ টা পর্যন্ত

চ) জেলা শিল্পকলা একাডেমি, কিশোরগঞ্জ; তারিখ: ২০/৭/২০১৮, সময়: বিকাল ৪.০০-৫.০০ টা পর্যন্ত

২০ জুলাই ২০১৮

বিকাল ৪.০০ টা

র‌্যালী   

পুরাতন স্টেডিয়াম হতে আরম্ভ হয়ে জেলা শিল্পকলা একাডেমি, কিশোরগঞ্জ এ সমাপ্ত

২০ জুলাই ২০১৮

বিকাল ৫.০০ টা

উদ্বোধনী অনুষ্ঠান      

স্থান: জেলা শিল্পকলা একাডেমি, কিশোরগঞ্জ

 

বিকাল ৫.১০-৬.০০টা

আলোচনা অনুষ্ঠান    

স্থান: জেলা শিল্পকলা একাডেমি, কিশোরগঞ্জ

২০ জুলাই ২০১৮

সন্ধ্যা ৬.০০ টা

সাংস্কৃতিক অনুষ্ঠান     

জেলা/উপজেলার নির্বাচিত শিল্পীদের নিয়ে রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, আধুনিক গান, দেশাত্ববোধক গান, কবিতা আবৃত্তি ও একক অভিনয়  স্থান: জেলা শিল্পকলা একাডেমি, কিশোরগঞ্জ

২১ জুলাই ২০১৮

সন্ধ্যা ৬.০০ টা

সাংস্কৃতিক অনুষ্ঠান  

জেলা/উপজেলার নির্বাচিত শিল্পীদের নিয়ে নৃত্য, পল্লীগীতি, লালনগীতি, লোকগীতি, জারিসারি ও মুর্শিদী গান

স্থান: জেলা শিল্পকলা একাডেমি, কিশোরগঞ্জ

২১ জুলাই ২০১৮

রাত ৮.০০ টা

সমাপনী অনুষ্ঠান এবং ‘সাংস্কৃতিক উৎসব’ এ অংশগ্রহণকারী শিল্পীদের মাঝে প্রশংসাপত্র বিতরণ

স্থান: জেলা শিল্পকলা একাডেমি, কিশোরগঞ্জ

Attachments
Image
Publish Date
15/07/2018
Archieve Date
30/04/2019