Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Shaitdhar Chandranath Goswami Akhra
Location

নিকলী উপজেলার সদর ইউনিয়নের ষাইটধারে সোয়াইজনী নদীর তীরে সপ্তদশ শতাব্দীর শেষভাগে নির্মিত যোগীসিদ্ধা চন্দ্রনাথ গোস্বামীর মন্দির, সমাধি ও যোগী সম্প্রদায় বিরাট আখড়া অবস্থিত।

Transportation

কিশোরগঞ্জ শহরের একরামপুর থেকে বাস, সিএনজি/ অটোরিক্সা যোগে।

Contact

জেলা প্রশাসন, কিশোরগঞ্জ

Details

নিকলী উপজেলার সদর ইউনিয়নের ষাইটধারে সোয়াইজনী নদীর তীরে সপ্তদশ শতাব্দীর শেষভাগে নির্মিত যোগীসিদ্ধা চন্দ্রনাথ গোস্বামীর মন্দির, সমাধি ও যোগী সম্প্রদায় বিরাট আখড়া অবস্থিত। অনন্য কারুকার্যময় সুউচ্চ প্রাচীর বিশিষ্ট এই আখড়াটি মধ্যযুগে সনাতন ধর্মাবলম্বী নাথযোগীদের প্রধান তীর্থক্ষেত্র ছিল। বিংশ শতাব্দীতে উক্ত আখড়া হতে নামযোগীদের দুষ্প্রাপ্য ধর্মীয় হাড়মালার হস্তলিখিত পান্ডুলিপি পাওয়া গিয়েছে যা বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে সংরক্ষিত রয়েছে। নাথযোগীদের ধর্মীয় ও সাংস্কৃতিক রীতিনীতি আখড়ার পূর্বস্মৃতিতে প্রতিফলিত হয়।